Ajker Patrika

আমরা ক্ষমতায় আসছি, উৎসাহী পুলিশের বিচার হবে: মিনু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আমরা ক্ষমতায় আসছি, উৎসাহী পুলিশের বিচার হবে: মিনু

বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘এই সরকারের বিদায়ের সময় চলে এসেছে। জনগণ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনছে। আমরা মসনদে গেলে সেই সমস্ত অতি উৎসাহী পুলিশ সদস্যের বিচার হবে, যারা আমাদের দলের নেতা–কর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করছেন। গুলি করে হত্যা করছেন।’

আগামী ৩ ডিসেম্বর দলের রাজশাহী বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে নগরীর ১৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় মিনু বলেন, ‘সবাই অনেক কষ্টে আছেন। এটা আমি বুঝি। আপনারা নির্যাতিত। আমার ছোট ছোট ভাইদের হত্যা করা হয়েছে। আল্লাহ কেন আমাকে আগে মৃত্যু দেয় না!’ 

তিনি বলেন, ‘একটা বিশেষ জেলার নিয়োগপ্রাপ্ত অযোগ্য পুলিশ সদস্যরা এই নির্যাতন চালিয়েছে। আমরা ক্ষমতায় আসছি। ইনশা আল্লাহ এই সমস্ত পুলিশ সদস্যদের বিচার আমরা করব, বিচার হতেই হবে। জনগণ এখন বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখার জন্য মুখিয়ে আছে।’ 

মঙ্গলবার বিকেলে নগরীর মান্দা কলোনি ঈদগাহ মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ওই ওয়ার্ডের সমন্বয়ক আকরাম আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ও বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত