Ajker Patrika

ফেনসিডিলসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে 

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ২০: ৪৮
ফেনসিডিলসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে 

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার শহরের জানপুর ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি এতদিন গোপন থাকলেও আজ মঙ্গলবার সিরাজগঞ্জ ১ নম্বর ফাঁড়ির ইনচার্জ রাকিবুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার মিজানুর রহমান মিজান (৩৫) ও গুনেরগাঁতী গ্রামের মানিক খান (৩৬)। এর মধ্যে মিজানুর রহমান খোকশাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত শুক্রবার (২২ মার্চ) শহরের জানপুর ঈদগাহ মাঠ এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মিজানুর রহমান মিজানসহ আটক দুজনের দেহ তল্লাশি করে ৮ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। পরে বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় দেহ তল্লাশি করে আট বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এদিকে ফেনসিডিল নিয়ে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে খোকশাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত