Ajker Patrika

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, শীতে কাঁপছে মানুষ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৫: ২৮
রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, শীতে কাঁপছে মানুষ

রাজশাহীর তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। আজ শনিবার সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এটিই চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী উত্তরের পদ্মাপাড়ের জেলা রাজশাহীতে এখন মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

এর আগের দিন শুক্রবার সকালে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজশাহীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও এক দিন পর মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। 

এদিকে কনকনে শীতে কাঁপছে রাজশাহী। বেলা গড়ানোর পর সূর্যের দেখা পাওয়া গেলেও হিম বাতাস বয়ে যাওয়ার কারণে ঠান্ডা কমেনি। 

এদিকে বৈরী আবহাওয়ার কারণে রাজশাহীর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। শীতের কারণে কষ্ট পাচ্ছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। এই শীতের ভেতরেও কাজের সন্ধানে তাঁদের বের হতেই হচ্ছে। 

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, গত ১১ জানুয়ারি রাজশাহীর তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। এরপর শনিবার তা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এটিই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। পূর্বাভাস অনুযায়ী, আরও দুই থেকে তিন দিন রাজশাহীর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত