Ajker Patrika

বগুড়ার শীর্ষ সন্ত্রাসী নয়ন হত্যায় ১৫ জনের নামে মামলা, গ্রেপ্তার ১

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৯: ০৮
বগুড়ার শীর্ষ সন্ত্রাসী নয়ন হত্যায় ১৫ জনের নামে মামলা, গ্রেপ্তার ১

বগুড়ার গাবতলী উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও ১৯ মামলার আসামি নাহিদুল ইসলাম নয়ন খুনের ঘটনায় তাইজুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে গাবতলী মডেল থানায় মামলার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রাতে গাবতলী মডেল থানায় মামলাটি করেন নিহত নয়নের মা নারগিস বেগম। এতে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ ১৫ জনের নামে মামলা করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, উপজেলার মহিষাবান ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের নেতৃত্বে নয়নকে কৌশলে ডেকে নিয়ে যায়। এরপর দেবত্তরপাড়া গ্রামের ত্রিমোহনী এলাকায় একটি বাঁশঝাড়ে আব্দুর রাজ্জাক ও তাঁর সহযোগীরা নয়নকে পিটিয়ে এবং রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা গাবতলী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজল কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, আসামি তাইজুল ইসলামকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তার চেষ্টা চলছে।

গত শনিবার রাত আটটার দিকে শীর্ষ সন্ত্রাসী নয়নকে মহিষাবান ইউনিয়নের ত্রিমোহনী এলাকার একটি বাঁশবাগানে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। নয়নের নামে গাবতলী মডেল থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, গরু চুরি, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত