Ajker Patrika

পদ্মায় জেলের জালে সাড়ে ১৭ কেজির সিলভার কার্প 

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৪: ৩০
পদ্মায় জেলের জালে সাড়ে ১৭ কেজির সিলভার কার্প 

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মায় জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১৭ কেজি ওজনের একটি সিলভার কার্প মাছ। পরে মাছটি ১৪ হাজার টাকায় বিক্রি হয়। আজ বুধবার সকালে ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে স্থানীয় জেলে আনিস হালদারের জালে এই মাছ ধরা পড়ে। 

জেলে আনিস হালদার মাছটি বিক্রির জন্য সকাল সাড়ে ৮টার দিকে ৬ নম্বর ফেরিঘাটে অবস্থিত দুলাল মণ্ডলের মৎস্য আড়তে নিয়ে যান। পরে সেখান থেকে ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ৭০০ টাকা কেজি দরে মোট ১২ হাজার ২৫০ টাকা দিয়ে কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সিলভার কার্প মাছটি আড়ত থেকে কিনে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ৮০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

জেলে আনিস হালদার জানান, ‘আমরা আজ বুধবার খুব ভোরে মাছ ধরতে নদীতে যাই। দীর্ঘক্ষণ জাল ফেলে কিছু না পেয়ে হতাশ হই। সকাল ৭টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে। মাছটির ভালো দামও পেয়েছি। 

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান জানান, এখন মাঝেমধ্যে পদ্মা নদীতে বড় বড় মাছ ধরা পড়বে। নদীতে পানি বাড়ার কারণে এসব বড় মাছ পাওয়া যাবে। নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়াল, বাগাড়সহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়ে। তবে সিলভার কার্প মূলত পুকুরের মাছ। এই মাছ নদীতে ধরা পড়ায় অনেকেই অবাক হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখেন স্কুলশিক্ষক চাচি: পুলিশ

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত