নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় রাজধানীর ৮৯টি পূজামণ্ডপে বাড়তি নিরাপত্তা দেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে এসব মণ্ডপে নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজার নিরাপত্তা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘ঝুঁকিপূর্ণ মণ্ডপ ৮৯টি। তবে কেউ কোনো দুষ্টুমি করতে পারবে না। দুষ্টুমি করলে আমরা সম্মিলিতভাবে মোকাবিলা করব। তাদের আইনের আওতায় আনব।’
ডিএমপি কমিশনার আরও বলেন, ‘আমরা অনেক ভালো কাজ করছি। ডাকসু নির্বাচন নিয়ে কত কথা শোনা গেল, কিন্তু আমরা রাতভর কাজ করে, দিনভর কাজ করে সেগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন করেছি। পূজার দায়িত্ব সেভাবে অফিসারেরা সুন্দরভাবে পালন করবেন।’
শেখ মো. সাজ্জাত আলী বলেন, রাজধানীর প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা দিতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এবার চার স্তরে ২৪ ঘণ্টা নিরাপত্তায় পুলিশ সদস্যদের পাশাপাশি ডিএমপির গোয়েন্দা সদস্যসহ বিশেষ ইউনিটগুলো নিয়োজিত থাকবে। এ ছাড়া প্রতিটি থানার টহল টিম ও ডিএমপির বিভিন্ন বিভাগে কর্মরত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিরাপত্তা পরিদর্শনে ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন তিনি।
ডিএমপি কমিশনার আরও বলেন, এই উৎসবকে সবার কাছে একটি উৎসবমুখর পরিবেশে রাখতে প্রতিটি পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত রাখা হয়েছে। এ ছাড়া পুলিশের পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির স্বেচ্ছাসেবকেরাও থাকবেন।
মন্দির ও প্রতিমাগুলোকে নিরাপত্তায় রাখতে পূজা উদ্যাপন কমিটির প্রতি আহ্বান রেখে ডিএমপি কমিশনার বলেন, ভক্তরা রাতে মন্দির থেকে চলে যাওয়ার পর থেকে আবার সকালে মন্দিরে আসার আগপর্যন্ত প্রতিমাকে নিরাপত্তা দিতে অন্তত দুজন স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখতে হবে, যাতে কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, দুষ্টুমি করতে না পারে।
অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় রাজধানীর ৮৯টি পূজামণ্ডপে বাড়তি নিরাপত্তা দেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে এসব মণ্ডপে নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজার নিরাপত্তা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘ঝুঁকিপূর্ণ মণ্ডপ ৮৯টি। তবে কেউ কোনো দুষ্টুমি করতে পারবে না। দুষ্টুমি করলে আমরা সম্মিলিতভাবে মোকাবিলা করব। তাদের আইনের আওতায় আনব।’
ডিএমপি কমিশনার আরও বলেন, ‘আমরা অনেক ভালো কাজ করছি। ডাকসু নির্বাচন নিয়ে কত কথা শোনা গেল, কিন্তু আমরা রাতভর কাজ করে, দিনভর কাজ করে সেগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন করেছি। পূজার দায়িত্ব সেভাবে অফিসারেরা সুন্দরভাবে পালন করবেন।’
শেখ মো. সাজ্জাত আলী বলেন, রাজধানীর প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা দিতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এবার চার স্তরে ২৪ ঘণ্টা নিরাপত্তায় পুলিশ সদস্যদের পাশাপাশি ডিএমপির গোয়েন্দা সদস্যসহ বিশেষ ইউনিটগুলো নিয়োজিত থাকবে। এ ছাড়া প্রতিটি থানার টহল টিম ও ডিএমপির বিভিন্ন বিভাগে কর্মরত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিরাপত্তা পরিদর্শনে ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন তিনি।
ডিএমপি কমিশনার আরও বলেন, এই উৎসবকে সবার কাছে একটি উৎসবমুখর পরিবেশে রাখতে প্রতিটি পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত রাখা হয়েছে। এ ছাড়া পুলিশের পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির স্বেচ্ছাসেবকেরাও থাকবেন।
মন্দির ও প্রতিমাগুলোকে নিরাপত্তায় রাখতে পূজা উদ্যাপন কমিটির প্রতি আহ্বান রেখে ডিএমপি কমিশনার বলেন, ভক্তরা রাতে মন্দির থেকে চলে যাওয়ার পর থেকে আবার সকালে মন্দিরে আসার আগপর্যন্ত প্রতিমাকে নিরাপত্তা দিতে অন্তত দুজন স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখতে হবে, যাতে কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, দুষ্টুমি করতে না পারে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। একটা ঘটনার মধ্য দিয়ে তারা পাহাড়ি-বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত আমাদের এই পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়
৩ মিনিট আগেবগুড়ায় মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেখাগড়াছড়িতে সড়ক অবরোধের পর এবার আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবরোধ চলাকালে সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
৩৫ মিনিট আগেবাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) নতুন কার্যনির্বাহী (২০২৬-২৭) কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক (অনলাইন) সাহানোয়ার সাইদ শাহীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের সিনিয়র নিউজরুম এডিটর আবু খালিদ।
৩৮ মিনিট আগে