নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী ও পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শহর মাইজদীর হরিনারয়ণপুর উচ্চবিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে, মাঈন উদ্দিন সাজু (৩৮), তাজুল হক (৩০), স্বপন (৫০), মিজান (৩৪) ও কামাল হোসেন (৩৬) নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা সবাইয় বিজয়ী প্রার্থী আরমান চৌধুরীর সমর্থক। অন্যান্য আহতেরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯টা থেকে সদরের হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ২টায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। সদস্য পদে ঘুড়ি প্রতীক নিয়ে ৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন শওকত রেজা চৌধুরী আরমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অটোরিকশা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন পান ৮৪ ভোট।
এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্রের সামনে জয় উল্লাস করার সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের সঙ্গে জয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
বিজয়ী প্রার্থী শওকত রেজা চৌধুরী আরমান অভিযোগ করে বলেন, ‘ফলাফল ঘোষণার পর হেরে গিয়ে কামাল উদ্দিনের নেতৃত্বে তাঁর সমর্থকেরা অস্ত্র নিয়ে আমার সমর্থকদের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আমার সমর্থকেরা আহত হন। বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতা-কর্মীদের জানানো হয়েছে।’
এ বিষয়ে জানতে পরাজিত প্রার্থী কামাল উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহিত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী ও পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শহর মাইজদীর হরিনারয়ণপুর উচ্চবিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে, মাঈন উদ্দিন সাজু (৩৮), তাজুল হক (৩০), স্বপন (৫০), মিজান (৩৪) ও কামাল হোসেন (৩৬) নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা সবাইয় বিজয়ী প্রার্থী আরমান চৌধুরীর সমর্থক। অন্যান্য আহতেরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯টা থেকে সদরের হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ২টায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। সদস্য পদে ঘুড়ি প্রতীক নিয়ে ৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন শওকত রেজা চৌধুরী আরমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অটোরিকশা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন পান ৮৪ ভোট।
এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্রের সামনে জয় উল্লাস করার সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের সঙ্গে জয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
বিজয়ী প্রার্থী শওকত রেজা চৌধুরী আরমান অভিযোগ করে বলেন, ‘ফলাফল ঘোষণার পর হেরে গিয়ে কামাল উদ্দিনের নেতৃত্বে তাঁর সমর্থকেরা অস্ত্র নিয়ে আমার সমর্থকদের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আমার সমর্থকেরা আহত হন। বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতা-কর্মীদের জানানো হয়েছে।’
এ বিষয়ে জানতে পরাজিত প্রার্থী কামাল উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহিত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
উপ-উপাচার্যসহ শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত ব্যক্তিদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রার্থিতা অযোগ্য ও স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
১ ঘণ্টা আগেকোম্পানীগঞ্জে নেশা করে নিজের মাকে নির্যাতনের অভিযোগে ছেলে তোফাজ্জল ইসলামকে (২২) তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার তাঁকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব ইসলামপুরের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেদেখতে সাধুর মতো, অনেকে পাগলও বলে থাকেন। এমন এক ব্যক্তিকে তিনজন লোক ধরে জোর করে চুল-দাড়ি কেটে দিচ্ছেন। সাধু মানুষটি প্রাণপণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হন। না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে বলে ওঠেন—‘আল্লাহ তুই দেহিস।’
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে