দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে আসন্ন ঈদুল আজহা সামনে রেখে প্রস্তুত করা হয়েছে ৩৪ মণের একটি গরু। পৌর শহরের চকলেঙ্গুরা এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. সালাউদ্দিন দীর্ঘ চার বছর ধরে পরিবারের সদস্যের মতো মায়া-মমতায় লালন-পালন করেছেন ব্রাহমা জাতের এই গরু। গরুটি শান্ত স্বভাবের হওয়ায় তিনি আদর করে নাম রেখেছেন ‘শান্তলাল’।
জানা গেছে, ‘শান্তলাল’-এর উচ্চতা ৬ ফুট এবং ওজন প্রায় ৩৪ মণ। উপজেলার সবচেয়ে বড় গরু হিসেবে এটিকে ধরা হচ্ছে। বিশাল আকৃতির হলেও গরুটি অত্যন্ত শান্ত প্রকৃতির, মালিকের কথার বাইরে যায় না। কলা, শাকসবজি, দেশীয় ঘাস, চালের কুড়া, খইলসহ নানা প্রাকৃতিক খাবারে তাকে মোটাতাজা করা হয়েছে। আসন্ন কোরবানির হাটে গরুটি বিক্রির জন্য প্রস্তুত। এর দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। মাঝেমধ্যে গরুটি বাইরে বের করলে ভিড় জমে উৎসুক জনতার।
গরুটির মালিক মো. সালাউদ্দিন বলেন, ‘চার বছর ধরে ব্রাহমা জাতের এই গরু পালন করছি। খুবই শান্ত স্বভাবের, তাই নাম রেখেছি শান্তলাল। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করেছি। প্রতিদিন তার পেছনে ৬০০ থেকে ৭০০ টাকা খরচ হয়। এবার ঈদে হাটে তুলে ১০ লাখ টাকা দাম চাচ্ছি।’
গরুটির পরিচর্যাকারী আকরাম হোসেন বলেন, ‘শান্তলালকে আমি নিজের সন্তানের মতো করে বড় করেছি। নিয়ম করে প্রতিদিন খাওয়ানো, গোসল করানো ও যত্ন নিয়েছি। কখনো কৃত্রিম কিছু খাওয়াইনি। শুধু কলা, শাকসবজি, খৈল, ভুসি, চালের খুদ, ভুট্টা আর ঘাসেই বড় করেছি।’
স্থানীয় বাসিন্দা বিপ্লব বলেন, ‘শান্তলাল নামের গরুটিকে সালাউদ্দিন খুব যত্ন করে বড় করেছেন। প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা এই গরু দুর্গাপুর উপজেলার সবচেয়ে বড় গরু। কোরবানির হাটে এটি সাড়া ফেলবে বলেই বিশ্বাস করি।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত বলেন, ‘গরুটিকে প্রাকৃতিক খাদ্যে লালন-পালন করেছেন সালাউদ্দিন। নিয়মিত আমাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। কোরবানির জন্য এটি পুরোপুরি উপযুক্ত। শান্তলাল দুর্গাপুরের সবচেয়ে বড় গরু হিসেবে এবারের হাটে বিশেষ দৃষ্টি কাড়বে।’
নেত্রকোনার দুর্গাপুরে আসন্ন ঈদুল আজহা সামনে রেখে প্রস্তুত করা হয়েছে ৩৪ মণের একটি গরু। পৌর শহরের চকলেঙ্গুরা এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. সালাউদ্দিন দীর্ঘ চার বছর ধরে পরিবারের সদস্যের মতো মায়া-মমতায় লালন-পালন করেছেন ব্রাহমা জাতের এই গরু। গরুটি শান্ত স্বভাবের হওয়ায় তিনি আদর করে নাম রেখেছেন ‘শান্তলাল’।
জানা গেছে, ‘শান্তলাল’-এর উচ্চতা ৬ ফুট এবং ওজন প্রায় ৩৪ মণ। উপজেলার সবচেয়ে বড় গরু হিসেবে এটিকে ধরা হচ্ছে। বিশাল আকৃতির হলেও গরুটি অত্যন্ত শান্ত প্রকৃতির, মালিকের কথার বাইরে যায় না। কলা, শাকসবজি, দেশীয় ঘাস, চালের কুড়া, খইলসহ নানা প্রাকৃতিক খাবারে তাকে মোটাতাজা করা হয়েছে। আসন্ন কোরবানির হাটে গরুটি বিক্রির জন্য প্রস্তুত। এর দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। মাঝেমধ্যে গরুটি বাইরে বের করলে ভিড় জমে উৎসুক জনতার।
গরুটির মালিক মো. সালাউদ্দিন বলেন, ‘চার বছর ধরে ব্রাহমা জাতের এই গরু পালন করছি। খুবই শান্ত স্বভাবের, তাই নাম রেখেছি শান্তলাল। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করেছি। প্রতিদিন তার পেছনে ৬০০ থেকে ৭০০ টাকা খরচ হয়। এবার ঈদে হাটে তুলে ১০ লাখ টাকা দাম চাচ্ছি।’
গরুটির পরিচর্যাকারী আকরাম হোসেন বলেন, ‘শান্তলালকে আমি নিজের সন্তানের মতো করে বড় করেছি। নিয়ম করে প্রতিদিন খাওয়ানো, গোসল করানো ও যত্ন নিয়েছি। কখনো কৃত্রিম কিছু খাওয়াইনি। শুধু কলা, শাকসবজি, খৈল, ভুসি, চালের খুদ, ভুট্টা আর ঘাসেই বড় করেছি।’
স্থানীয় বাসিন্দা বিপ্লব বলেন, ‘শান্তলাল নামের গরুটিকে সালাউদ্দিন খুব যত্ন করে বড় করেছেন। প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা এই গরু দুর্গাপুর উপজেলার সবচেয়ে বড় গরু। কোরবানির হাটে এটি সাড়া ফেলবে বলেই বিশ্বাস করি।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত বলেন, ‘গরুটিকে প্রাকৃতিক খাদ্যে লালন-পালন করেছেন সালাউদ্দিন। নিয়মিত আমাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। কোরবানির জন্য এটি পুরোপুরি উপযুক্ত। শান্তলাল দুর্গাপুরের সবচেয়ে বড় গরু হিসেবে এবারের হাটে বিশেষ দৃষ্টি কাড়বে।’
কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে থানার সামনে সালিশি দরবারে ছুরিকাঘাতে মজনু মিয়া (৩০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে করিমগঞ্জ থানার সামনে একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল ক্ষিদিরপুর গ্রামের...
১১ মিনিট আগেঝালকাঠি ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের নতুন ভবন উদ্বোধনের দুই বছর পার হলেও চিকিৎসাসেবার কার্যক্রম শুরু হয়নি। ৯ তলা ভবনটির নির্মাণকাজ শেষ হলেও লিফট, বিদ্যুৎ সংযোগ ও চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন করা হয়নি। ফলে ৭০ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দে নির্মিত হাসপাতালের নতুন ভবনটি রোগীদের কোনো কাজে আসছে না। পুরোনো ভব
২৭ মিনিট আগেখেলার মাঠ নেই, তাই ক্লাস আর বারান্দায় কাটছে রামদেব দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সময়। একদিকে জরাজীর্ণ টিনের ভবন, অন্যদিকে একতলা ভবন, তার সামনে প্রধান শিক্ষকের নির্দেশে করা হয়েছে ধান চাষ। শিক্ষার্থীরা অভিযোগ করেছে, খেলার মাঠের জমি বর্গা দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন প্রধান শিক্ষক। এই অনিয়ম নিয়ে
২৭ মিনিট আগেচট্টগ্রাম থেকে রংপুরের তিনটি ডিপোতে নিয়মিত তেল সরবরাহ না হওয়ায় রংপুর বিভাগের পাঁচ জেলায় তীব্র জ্বালানি তেল সংকটের শঙ্কা দেখা দিয়েছে। সরবরাহ ব্যাহত হওয়ার প্রধান কারণ হিসেবে রেলওয়ের ইঞ্জিন সংকটকে দায়ী করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৩২ মিনিট আগে