প্রতিনিধি
বারহাট্টা (নেত্রকোনা): নেত্রকোনার বারহাট্টার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স থাকলেও দীর্ঘদিন ধরে নেই কোনো চালক। যার কারণে সীমাহীন দুর্ভোগে পড়েছেন উপজেলার সাত ইউনিয়নের সাধারণ মানুষজন। অ্যাম্বুলেন্স না থাকার কারণে রোগীদের হাসপাতালে আনার জন্য সিএনজিচালিত অটোরিকশা বা ব্যাটারিচালিত অটো ব্যবহার করতে হচ্ছে। এতে রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন।
জানা যায়, ৬ জুন উপজেলার আন্দাদিয়া মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় মারাত্মক আহত হন নেত্রকোনা সরকারি কলেজের এইচএসসির প্রথম বর্ষের শিক্ষার্থী রাজিব তালুকদারসহ আরও দুজন। তার বাড়ি সাহতা ইউনিয়নের দক্ষিণ ডেমুড়া গ্রামে। দুর্ঘটনার পরপরই তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এলাকাবাসী। রাজিব মুখ, মাথা ও ঘাড়ে মারাত্মক আঘাত পান। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ নিতে বলা হলেও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। হাসপাতাল থেকে জানানো হয় অ্যাম্বুলেন্সের চালক নেই। দ্রুত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে তারাও রোগীর চাপ বেশি বলে অ্যাম্বুলেন্স দেয়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার প্রায় এক যুগ পর অর্থাৎ ১৯৯৫ সালে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম অ্যাম্বুলেন্স দেওয়া হয়। এ অ্যাম্বুলেন্সটিও কিছুদিন পরে অকেজো হয়ে পড়ে। দীর্ঘদিন পর ২০১৬ সালের এপ্রিলে একটি ও পরে আরও একটি অ্যাম্বুলেন্স সরবরাহ করে স্বাস্থ্য অধিদপ্তর। কর্তৃপক্ষ একই সালের আগস্টে একটি অ্যাম্বুলেন্স নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেয়। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে একটি সচল অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকার কারণে এর কোনো সুবিধা নিতে পারছেন না রোগীরা। প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রসূতি, আহতসহ নানা ধরনের জটিল রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাঁদের অনেককেই উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা অথবা ময়মনসিংহে পাঠানোর প্রয়োজন হয়। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স ব্যবহারের সুযোগ না থাকায় লোকজন বাধ্য হয়ে অধিক মূল্যে বিকল্প বাহন ভাড়া করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুস্তাফিজুর রহমান বলেন, `আগে আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালককে প্রেষণে বারহাট্টায় দেওয়া হয়েছিল। ওই চালক কর্তৃপক্ষের আদেশে গত ২৪ এপ্রিল মূল কর্মস্থলে ফিরে গেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সিভিল সার্জনকে বিষয়টি জানানো হয়েছে। আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হবে।'
বারহাট্টা (নেত্রকোনা): নেত্রকোনার বারহাট্টার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স থাকলেও দীর্ঘদিন ধরে নেই কোনো চালক। যার কারণে সীমাহীন দুর্ভোগে পড়েছেন উপজেলার সাত ইউনিয়নের সাধারণ মানুষজন। অ্যাম্বুলেন্স না থাকার কারণে রোগীদের হাসপাতালে আনার জন্য সিএনজিচালিত অটোরিকশা বা ব্যাটারিচালিত অটো ব্যবহার করতে হচ্ছে। এতে রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন।
জানা যায়, ৬ জুন উপজেলার আন্দাদিয়া মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় মারাত্মক আহত হন নেত্রকোনা সরকারি কলেজের এইচএসসির প্রথম বর্ষের শিক্ষার্থী রাজিব তালুকদারসহ আরও দুজন। তার বাড়ি সাহতা ইউনিয়নের দক্ষিণ ডেমুড়া গ্রামে। দুর্ঘটনার পরপরই তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এলাকাবাসী। রাজিব মুখ, মাথা ও ঘাড়ে মারাত্মক আঘাত পান। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ নিতে বলা হলেও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। হাসপাতাল থেকে জানানো হয় অ্যাম্বুলেন্সের চালক নেই। দ্রুত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে তারাও রোগীর চাপ বেশি বলে অ্যাম্বুলেন্স দেয়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার প্রায় এক যুগ পর অর্থাৎ ১৯৯৫ সালে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম অ্যাম্বুলেন্স দেওয়া হয়। এ অ্যাম্বুলেন্সটিও কিছুদিন পরে অকেজো হয়ে পড়ে। দীর্ঘদিন পর ২০১৬ সালের এপ্রিলে একটি ও পরে আরও একটি অ্যাম্বুলেন্স সরবরাহ করে স্বাস্থ্য অধিদপ্তর। কর্তৃপক্ষ একই সালের আগস্টে একটি অ্যাম্বুলেন্স নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেয়। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে একটি সচল অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকার কারণে এর কোনো সুবিধা নিতে পারছেন না রোগীরা। প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রসূতি, আহতসহ নানা ধরনের জটিল রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাঁদের অনেককেই উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা অথবা ময়মনসিংহে পাঠানোর প্রয়োজন হয়। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স ব্যবহারের সুযোগ না থাকায় লোকজন বাধ্য হয়ে অধিক মূল্যে বিকল্প বাহন ভাড়া করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুস্তাফিজুর রহমান বলেন, `আগে আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালককে প্রেষণে বারহাট্টায় দেওয়া হয়েছিল। ওই চালক কর্তৃপক্ষের আদেশে গত ২৪ এপ্রিল মূল কর্মস্থলে ফিরে গেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সিভিল সার্জনকে বিষয়টি জানানো হয়েছে। আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হবে।'
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর জিএস প্রার্থী মেঘমল্লার বসু।
৫ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এক ব্যক্তির শাসনব্যবস্থা বাংলাদেশের আর চলবে না। এটা আর চলতে দেওয়া যায় না। দেশ ও জনগণের সেই অবস্থার কথা চিন্তা করেই বিএনপি প্রথমে ২৭ দফা পরে ৩১ দফা নিয়ে মাঠে নেমেছে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে রায়পুর উপজেলা ও
১০ মিনিট আগেবৃক্ষরোপণ করে রাজশাহীর মোল্লাপাড়ায় পাহাড়িয়াদের মহল্লা থেকে তাদের উচ্ছেদ প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল ও যুবদল। এ ছাড়া রাস্তায় মানববন্ধন করে এর প্রতিবাদ করেছে বাম গণতান্ত্রিক জোট। শনিবার বিকেলে আলাদা দুটি কর্মসূচি পালিত হয়।
১৩ মিনিট আগেপল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আগামীকাল রোববার (৭ সেপ্টেম্বর) থেকে এই কর্মসূচি শুরু হবে।
১৯ মিনিট আগে