বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে কৃষক রওশন আলম শেখ (৬৫) হত্যা মামলার আসামিদের এখনো গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। ইউপি চেয়ারম্যান ও তাঁর ছেলেসহ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তারা। মঙ্গলবার বিকেলে উপজেলার দিঘইর গ্রামের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত রওশন আলমের ছেলে জিয়ারুল ইসলাম, ভাই হাশেম আলী শেখ, বোন লিলি বেগম, জামাতা আফসার আলী, শ্যালক সায়মুদ্দিন, ভাতিজা আরিফুল ইসলাম ও গ্রামের বাসিন্দা মোতালেব হোসেন।
আরিফুল ইসলাম বলেন, ‘গত ১১ জুন সন্ধ্যায় আমার বড় চাচা রওশন আলম বাড়ির পাশের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তাঁর ছেলে উপজেলা সৈনিক লীগের সম্পাদক সোহেল রানা পুটুর নেতৃত্বে ১৫-২০ জন তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে দুই দিন পর নাটোর সদর হাসপাতালে মারা যান।’
আরিফুল বলেন, ‘ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন এবং মামলা তুলে নিতে নিহতের পরিবারকে হুমকি দিচ্ছেন। তাঁরা বলছেন, মামলা প্রত্যাহার না করলে রওশন আলমের মতো বাদী ও পরিবারের অন্য সদস্যদেরও হত্যা করা হবে।’
মানববন্ধনে বক্তারা খুনিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তা না হলে ভবিষ্যতে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারিও দেন তাঁরা।
অভিযুক্ত সোহেল রানা মোবাইল ফোনে বলেন, ‘সেদিন সামান্য হাতাহাতি হয়েছিল। তারা নিজেরা ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমরা কাউকে হুমকি দিচ্ছি না।’
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে রয়েছেন। তাই আপাতত তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না। তবে নিহতের পরিবারের কেউ হুমকির শিকার হলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, গত ১১ জুন সন্ধ্যায় দিঘইর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় কৃষক রওশন আলম শেখ মারা যান।
নাটোরের বড়াইগ্রামে কৃষক রওশন আলম শেখ (৬৫) হত্যা মামলার আসামিদের এখনো গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। ইউপি চেয়ারম্যান ও তাঁর ছেলেসহ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তারা। মঙ্গলবার বিকেলে উপজেলার দিঘইর গ্রামের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত রওশন আলমের ছেলে জিয়ারুল ইসলাম, ভাই হাশেম আলী শেখ, বোন লিলি বেগম, জামাতা আফসার আলী, শ্যালক সায়মুদ্দিন, ভাতিজা আরিফুল ইসলাম ও গ্রামের বাসিন্দা মোতালেব হোসেন।
আরিফুল ইসলাম বলেন, ‘গত ১১ জুন সন্ধ্যায় আমার বড় চাচা রওশন আলম বাড়ির পাশের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তাঁর ছেলে উপজেলা সৈনিক লীগের সম্পাদক সোহেল রানা পুটুর নেতৃত্বে ১৫-২০ জন তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে দুই দিন পর নাটোর সদর হাসপাতালে মারা যান।’
আরিফুল বলেন, ‘ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন এবং মামলা তুলে নিতে নিহতের পরিবারকে হুমকি দিচ্ছেন। তাঁরা বলছেন, মামলা প্রত্যাহার না করলে রওশন আলমের মতো বাদী ও পরিবারের অন্য সদস্যদেরও হত্যা করা হবে।’
মানববন্ধনে বক্তারা খুনিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তা না হলে ভবিষ্যতে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারিও দেন তাঁরা।
অভিযুক্ত সোহেল রানা মোবাইল ফোনে বলেন, ‘সেদিন সামান্য হাতাহাতি হয়েছিল। তারা নিজেরা ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমরা কাউকে হুমকি দিচ্ছি না।’
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে রয়েছেন। তাই আপাতত তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না। তবে নিহতের পরিবারের কেউ হুমকির শিকার হলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, গত ১১ জুন সন্ধ্যায় দিঘইর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় কৃষক রওশন আলম শেখ মারা যান।
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
৩৬ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
১ ঘণ্টা আগেকক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
২ ঘণ্টা আগেরাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে