Ajker Patrika

ফতুল্লা থেকে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মে ২০২২, ১৮: ০৯
ফতুল্লা থেকে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ছয় মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইয়ানুস আলী ওরফে ইউনুস ড্রাইভারকে (৫২) গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অ্যান্টি টেররিজম ইউনিটের একটি দল সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

দীর্ঘদিন ধরে পলাতক আসামিকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান।

পুলিশ সুপার (এসপি) আসলাম খান জানান, নারায়ণগঞ্জ ও আড়াইহাজার থানায় বিভিন্ন সময় দায়ের করা পাঁচ মামলার আসামি তিনি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। এ ছাড়াও গ্রেপ্তার ইউনুস আড়াইহাজার থানায় ২০০০ সালের ২১ মে দায়ের হওয়া একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে নিজের নাম পরিবর্তন করে ইউসুফ নাম ধারণ করে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...