নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে ৪২ বছরের এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার শেখহাটি গ্রামের রাস্তার পাশে বাগানে এ ঘটনা ঘটেছে। আজ শনিবার ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি শওকত কবীর।
ধর্ষণের শিকার নারীর অভিযোগ, টেক্সটাইল মিল থেকে নাইট ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ডহর শেখহাটি গ্রামের রাস্তার পাশে পৌঁছালে বাগানে লুকিয়ে থাকা মহিষখোলা গ্রামের হুমায়ূন মোল্লা (৩৪) জোরপূর্বক তাঁকে ধর্ষণ করেছেন।
গতকাল শুক্রবার এ ঘটনার পর ধর্ষণের শিকার ওই নারী চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। দুপুর ২টার দিকে শেখহাটি ফাঁড়ির ইনচার্জ খাইরুল আলম চিকিৎসা শেষ হওয়ার আগেই ওই নারীকে নড়াইল সদর থানায় নিয়ে আসেন।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজল কুমার বকশি বলেন, ‘শুক্রবার সকালে ধর্ষণের অভিযোগ নিয়ে ওই নারী ভর্তি হন। আজ শনিবার প্রাথমিক পরীক্ষা হয়েছে, বাকি পরীক্ষা আগামীকাল হবে।’
চিকিৎসাধীন রোগীকে পুলিশ কীভাবে থানায় নিয়ে গেল—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওটা পুলিশের ব্যাপার।’
নড়াইল সদর থানায় আনার পরে ভুক্তভোগী নারীর সঙ্গে মোবাইলে যোগাযোগ হলে তিনি বলেন, ‘হাসপাতাল থেকে আমাকে শেখহাটি ফাঁড়ির আইসি সাহেব থানায় উঠায়ে আনছে, আমি তো মামলা করতেই চাই, আমার সঙ্গে যা ঘটেছে তার সুষ্ঠু বিচার চাই।’
শেখহাটি ফাঁড়ির ইনচার্জ (আইসি) খাইরুল আলম বলেন, ‘সদর থানার ওসি স্যার ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনতে বলেন, তাই আমি তাঁকে থানায় নিয়ে আসি।’
নড়াইল সদর থানার ওসি শওকত কবীর বলেন, ‘আমরা ঘটনা জেনে অভিযুক্ত হুমায়ূন মোল্লাকে আটক করেছি। আজ শনিবার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হবে।’
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে ৪২ বছরের এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার শেখহাটি গ্রামের রাস্তার পাশে বাগানে এ ঘটনা ঘটেছে। আজ শনিবার ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি শওকত কবীর।
ধর্ষণের শিকার নারীর অভিযোগ, টেক্সটাইল মিল থেকে নাইট ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ডহর শেখহাটি গ্রামের রাস্তার পাশে পৌঁছালে বাগানে লুকিয়ে থাকা মহিষখোলা গ্রামের হুমায়ূন মোল্লা (৩৪) জোরপূর্বক তাঁকে ধর্ষণ করেছেন।
গতকাল শুক্রবার এ ঘটনার পর ধর্ষণের শিকার ওই নারী চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। দুপুর ২টার দিকে শেখহাটি ফাঁড়ির ইনচার্জ খাইরুল আলম চিকিৎসা শেষ হওয়ার আগেই ওই নারীকে নড়াইল সদর থানায় নিয়ে আসেন।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজল কুমার বকশি বলেন, ‘শুক্রবার সকালে ধর্ষণের অভিযোগ নিয়ে ওই নারী ভর্তি হন। আজ শনিবার প্রাথমিক পরীক্ষা হয়েছে, বাকি পরীক্ষা আগামীকাল হবে।’
চিকিৎসাধীন রোগীকে পুলিশ কীভাবে থানায় নিয়ে গেল—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওটা পুলিশের ব্যাপার।’
নড়াইল সদর থানায় আনার পরে ভুক্তভোগী নারীর সঙ্গে মোবাইলে যোগাযোগ হলে তিনি বলেন, ‘হাসপাতাল থেকে আমাকে শেখহাটি ফাঁড়ির আইসি সাহেব থানায় উঠায়ে আনছে, আমি তো মামলা করতেই চাই, আমার সঙ্গে যা ঘটেছে তার সুষ্ঠু বিচার চাই।’
শেখহাটি ফাঁড়ির ইনচার্জ (আইসি) খাইরুল আলম বলেন, ‘সদর থানার ওসি স্যার ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনতে বলেন, তাই আমি তাঁকে থানায় নিয়ে আসি।’
নড়াইল সদর থানার ওসি শওকত কবীর বলেন, ‘আমরা ঘটনা জেনে অভিযুক্ত হুমায়ূন মোল্লাকে আটক করেছি। আজ শনিবার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হবে।’
মুন্সিগঞ্জের শ্রীনগরে আমগাছে দুই হাত বাঁধা অবস্থায় রফিক শেখ (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্ত্তন এলাকায় লাশটি উদ্ধার করে পুলিশ।
১৬ মিনিট আগেপিআর পদ্ধতির দাবিতে আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচন আয়োজনে কোন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
২০ মিনিট আগেবগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মা ও মেয়ে। আজ শুক্রবার সকালে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য নি
১ ঘণ্টা আগেসুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে