রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে ট্রাকচাপায় আব্দুল্লাহ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলা সদরের হাসপাতালের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিশুটির বাবা কলেজশিক্ষক জাহাঙ্গীর আলম আহত হন।
আহত জাহাঙ্গীর আলম নওগাঁ সদর উপজেলার পার বাঁকাপুর গ্রামের বাবর আলীর ছেলে। তিনি চকমুনু গ্রামে ভাড়া বাসায় থেকে রাণীনগর শের-ই বাংলা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে শিক্ষকতা করেন।
রাণীনগর সদর হাসপাতালের কর্মকর্তা ডা. কে এইচ এম ইফতেখারুল আলম বলেন, ট্রাকচাপায় শিশুটির মাথা থেঁতলে মগজ বের হয়ে গেছে। ঘটনাস্থলেই সে মারা যায়। অপরদিকে, জাহাঙ্গীর আলমের হাত, পা, কোমর ভেঙে গেছে এবং মাথাসহ বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদ আকন্দ বলেন, আজ সকাল পৌনে ৯টার দিকে কলেজশিক্ষক জাহাঙ্গীর আলম শিশু আব্দুল্লাহকে নিয়ে চকমুনু ভাড়া বাসা থেকে মোটরসাইকেলে করে রাণীনগর সদরে যাচ্ছিলেন। এ সময় চকমুনু রাস্তা থেকে রাণীনগর হাসপাতাল মোড়ের দক্ষিণে পৌঁছালে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে এবং বাবা-ছেলে রাস্তায় ছিটকে পড়ে।
ঘটনার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মিনি ট্রাক তাদের চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুল্লাহকে মৃত্যু ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো অভিযোগ করেননি।
নওগাঁর রাণীনগরে ট্রাকচাপায় আব্দুল্লাহ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলা সদরের হাসপাতালের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিশুটির বাবা কলেজশিক্ষক জাহাঙ্গীর আলম আহত হন।
আহত জাহাঙ্গীর আলম নওগাঁ সদর উপজেলার পার বাঁকাপুর গ্রামের বাবর আলীর ছেলে। তিনি চকমুনু গ্রামে ভাড়া বাসায় থেকে রাণীনগর শের-ই বাংলা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে শিক্ষকতা করেন।
রাণীনগর সদর হাসপাতালের কর্মকর্তা ডা. কে এইচ এম ইফতেখারুল আলম বলেন, ট্রাকচাপায় শিশুটির মাথা থেঁতলে মগজ বের হয়ে গেছে। ঘটনাস্থলেই সে মারা যায়। অপরদিকে, জাহাঙ্গীর আলমের হাত, পা, কোমর ভেঙে গেছে এবং মাথাসহ বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদ আকন্দ বলেন, আজ সকাল পৌনে ৯টার দিকে কলেজশিক্ষক জাহাঙ্গীর আলম শিশু আব্দুল্লাহকে নিয়ে চকমুনু ভাড়া বাসা থেকে মোটরসাইকেলে করে রাণীনগর সদরে যাচ্ছিলেন। এ সময় চকমুনু রাস্তা থেকে রাণীনগর হাসপাতাল মোড়ের দক্ষিণে পৌঁছালে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে এবং বাবা-ছেলে রাস্তায় ছিটকে পড়ে।
ঘটনার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মিনি ট্রাক তাদের চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুল্লাহকে মৃত্যু ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো অভিযোগ করেননি।
কুড়িগ্রামের রৌমারী উপজেলা খাদ্য পরিদর্শক ও সরকারি খাদ্যগুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এদিকে ব্যাংকে তাঁর ব্যক্তিগত হিসাব নম্বরে (অ্যাকাউন্ট) কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগেপদ্মা সেতুর রেল সংযোগ উদ্বোধনের পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয় দুই বছর আগে। ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল রেলপথে যুক্ত হয় মুন্সিগঞ্জ। এ জন্য জেলার শ্রীনগর, লৌহজং ও সিরাজদিখান উপজেলায় নির্মাণ করা হয় নান্দনিক তিনটি রেলস্টেশন।
১ ঘণ্টা আগেবৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির প্রাণের দাবি ছিল ভৈরব নদের ওপর সেতু নির্মাণ। খুলনাবাসীর আন্দোলনের মুখে ২০২১ সালে সেতু নির্মাণ শুরু করা হয়। এ প্রকল্পটি ২০২৫ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত অগ্রগতি মাত্র ১৬ শতাংশ। নকশা জটিলতা এবং রেলওয়ের অধিগ্রহণ করা জমি বুঝে না পাওয়ায় অনেকটা থমক
২ ঘণ্টা আগেশিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে রোববার (২১ সেপ্টেম্বর) জরুরী সিন্ডিকেট সভা আহবান করা হয়েছে।
৩ ঘণ্টা আগে