প্রতিনিধি
পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাক্টরের চাকায় হাওয়া দেওয়ার সময় তা বিস্ফোরণে জয় চন্দ্র মণ্ডল (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত জয় চন্দ্র উপজেলার বহবলপুর গ্রামের শীবেন চন্দ্রের ছেলে ও নজিপুর হোসেন মোটরসের কর্মচারী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে হোসেন মোটরস নামের দোকানে আসা একটি ট্রাক্টরের চাকায় হাওয়া দিচ্ছিলেন জয়। এ সময় চাকাটি হঠাৎই বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে জয় পাকা সড়কের ওপর ছিটকে পড়েন। এতে মাথায় মারাত্মক আঘাত পান তিনি। মুমূর্ষু অবস্থায় তাঁকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক টিটা হোসেন বলেন, ‘দুপুরে জয় নামের ওই যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কয়েকজন ব্যক্তি। কিন্তু হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে মাথা দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ বলেন, চাকা বিস্ফোরণের ঘটনায় জয় চন্দ্র মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ আজ শনিবার বিকেল ৫টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাক্টরের চাকায় হাওয়া দেওয়ার সময় তা বিস্ফোরণে জয় চন্দ্র মণ্ডল (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত জয় চন্দ্র উপজেলার বহবলপুর গ্রামের শীবেন চন্দ্রের ছেলে ও নজিপুর হোসেন মোটরসের কর্মচারী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে হোসেন মোটরস নামের দোকানে আসা একটি ট্রাক্টরের চাকায় হাওয়া দিচ্ছিলেন জয়। এ সময় চাকাটি হঠাৎই বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে জয় পাকা সড়কের ওপর ছিটকে পড়েন। এতে মাথায় মারাত্মক আঘাত পান তিনি। মুমূর্ষু অবস্থায় তাঁকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক টিটা হোসেন বলেন, ‘দুপুরে জয় নামের ওই যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কয়েকজন ব্যক্তি। কিন্তু হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে মাথা দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ বলেন, চাকা বিস্ফোরণের ঘটনায় জয় চন্দ্র মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ আজ শনিবার বিকেল ৫টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রামে ওয়াকিটকি, প্রায় লাখ টাকার জাল নোটসহ এক যুবলীগের কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে নগরের রেয়াজুদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আজিম (৩০)। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা হলেও নগরের রেয়াজুদ্দিন বাজারে
১১ মিনিট আগেআওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামন চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুখমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের
১৮ মিনিট আগেপঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমান সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের প্রকাশ্যে সন্ত্রাসী বলে গালিগালাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর নদীর ঘাটের কার্যক্রম থেকে আজকের মতো ওই ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছ
৩৭ মিনিট আগেহবিগঞ্জ সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার রাতে গুইবিল বিওপির টহল দল সীমান্ত পিলার ১৯৬৯/এম-সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩৯ মিনিট আগে