Ajker Patrika

‘মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

নওগাঁ প্রতিনিধি
‘মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ সোমবার বেলা ১২টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। 

খাদ্যমন্ত্রী বলেন, শুধু অভিযান চালিয়ে, গ্রেপ্তার করে বা সাজা দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যার যার অবস্থান থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। 

মাদক নিরসনে কঠোর হুঁশিয়ারি দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, জেলা বা উপজেলা আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী যেন কোনো মাদক ব্যবসায়ীর পক্ষে সুপারিশ না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। যদি কোনো নেতা-কর্মী কোনো মাদক ব্যবসায়ীর পক্ষে সুপারিশ করতে যায় তাহলে ওই মামলার চার্জশিটে তাঁর নামও অন্তর্ভুক্ত করার জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছি। 

সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, আগামী প্রজন্মকে মাদক থেকে মুক্ত রেখে একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গঠনে পরিবার থেকেই আন্দোলন শুরু করা দরকার। মাদকের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে এক সঙ্গে কাজ করারও আহ্বান জানাচ্ছি। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়াসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁ ব্যাটালিয়ন ও পত্নীতলা ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারবৃন্দ, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাগদান সারলেন এনসিপির হান্নান মাসউদ, কনে বাগছাসের নেত্রী

উচ্চদক্ষ কর্মীদের ভিসা ফি ৩০ হাজার থেকে ১ লাখ ডলার করলেন ট্রাম্প

বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে যে ৮ পরামর্শ দিল মার্কিন পররাষ্ট্র দপ্তর

আবাসিক হোটেলে তিন বন্ধু, মিলল একজনের লাশ

দেড় বছরে পুলিশের যে ক্ষতি হয়েছে, ৫০ বছরেও পুনরুদ্ধার কঠিন: সাবেক আইজিপি নুরুল হুদা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত