Ajker Patrika

‘সপ্তাহে দুই দিন’ স্কুলে যাওয়া সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৭: ৫৪
‘সপ্তাহে দুই দিন’ স্কুলে যাওয়া সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৭৪ নম্বর বাগবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স। এ ঘটনায় গতকাল শুক্রবার উপজেলা শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম বরাবর চিঠি দেন তিনি। শিক্ষা কর্মকর্তা আজ শনিবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

এর আগে, প্রধান শিক্ষক মো. আবুল খায়ের বিরুদ্ধে বিদ্যালয়ে মাসে দু-এক দিন উপস্থিত হয়ে হাজিরা খাতার পুরো মাসের স্বাক্ষর দেওয়ার অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। এমন অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার সরেজমিন তদন্ত করেন আজকের পত্রিকার এ প্রতিবেদক।

তখন প্রধান শিক্ষকের অনুপস্থিতির বিষয়টি স্বীকার করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. রুমা আক্তার। তিনি বলেন, ‘স্যার মাসে দুই দিন না, সপ্তাহে দুই দিন আসে।’ 

এ নিয়ে গতকাল বিকেলে আজকের পত্রিকার অনলাইনে ‘স্কুলে যান সপ্তাহে দুই দিন, হাজিরা দেন পুরো মাসের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি নজরে আসলে ইউএনও মো. আরিফুল ইসলাম প্রিন্স তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিইও) নিলুফার হাকিমকে নির্দেশ দেন। 

এ বিষয়ে টিইও নিলুফার হাকিম বলেন, ‘অভিযোগের বিষয়টি তদন্তের জন্য চিঠি পেয়েছি। বিষয়টি সরেজমিন তদন্ত করে যা সত্য তা-ই প্রতিবেদনে উল্লেখ করে সংশ্লিষ্ট বরাবর পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত