Ajker Patrika

ভালুকায় বসতঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
ভালুকায় বসতঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় বসতঘর থেকে মা ও সাড়ে তিন বছরের শিশুকন্যার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকার বাড়ি থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আজ মঙ্গলবার অনেক বেলা হয়ে গেলেও ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকার বাসিন্দা জাহিদ হোসেনের স্ত্রী সিনথিয়া আক্তার (২৪) দরজা খুলছিলেন না। পরে বাড়ির লোকজন ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়।

ওসি আরও বলেন, সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে ফ্যানের সঙ্গে মা ও শিশুকন্যার ঝুলন্ত লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ময়মনসিংহ মেডিকেল কলজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়, জাহিদ স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। ১৪ বছর আগে তাঁদের বিয়ে হয়। অভাব-অনটনের সংসারে স্বামী-স্ত্রীতে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। স্নাতকে অধ্যয়নরত স্ত্রী সিনথিয়া চাকরির সন্ধানে ছিলেন।

পুলিশ জানায়, গত রাতে জাহিদ বাসায় ছিলেন না। এ ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত