Ajker Patrika

উথলীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

প্রতিনিধি
উথলীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

শিবালয় (মানিকগঞ্জ): মানিকগঞ্জের উথলীতে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী নামে একজন মারা গেছেন। এ সময় আরও তিনজন আহত হন। আজ বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে। 

আইয়ুব আলী সিএনজি চালক ছিলেন। তিনি শিবালয় উপজেলার টেপড়া শিবরামপুর গ্রামের ফজর আলী মাদবরের ছেলে।    

শিবালয় হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, উথলী থেকে যাত্রী নিয়ে সিএনজি আরিচার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা সেলফি পরিবহন নামে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আইয়ুব আলী মারা যান। 

রিয়াদ মাহমুদ আরও জানান, প্রাথমিকভাবে আহত যাত্রীদের নাম-পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা তাদের মানিকগঞ্জ সদর উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন। ঘটনার পরপরই ঘাতক বাস জব্দ করা হয়েছে কিন্তু চালক পলাতক রয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত