Ajker Patrika

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি বন্ধ, যাত্রীদের ক্ষোভ

আপডেট : ০৮ মে ২০২১, ১৭: ৪৯
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি বন্ধ, যাত্রীদের ক্ষোভ

শিবালয় (মানিকগঞ্জ): নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনায় শনিবার সকাল ৬টা থেকে বন্ধ রাখা হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরিসহ যাত্রীবাহী নৌ-যান। এতে বিপাকে পড়েছে ফেরি পার হতে আসা অসংখ্য যানবাহন ও যাত্রী সাধারণ। উভয় ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে মাইক্রোবাস ও প্রাইভেটকারের দীর্ঘ লাইন।

ফেরি বন্ধ রাখার এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দুর্ভোগের শিকার যাত্রীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাল দিতে ঘাট এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের।

ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম জিল্লুর রহমান জানান, শুক্রবার মধ্যরাতে নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ আসে। নির্দেশনা অনুযায়ী শনিবার সকাল ৬ টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরিসহ যাত্রীবাহী নৌ-যান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ থাকবে।

এদিকে, ফেরি পারের অপেক্ষায় আটকে পড়া ক্ষুব্ধ যাত্রীদের হামলার আশঙ্কায় ছোট-বড় ১৪টি ফেরি ঘাটের পন্টুন থেকে অন্যত্র নোঙ্গর করে রাখা হয়েছে। মাধবীলতা নামে ছোট একটি ফেরি দিয়ে বিশেষ বিবেচনায় জরুরী রোগী ও লাশবাহী যান পারাপারের জন্য  প্রস্তুত রাখা হয়েছে। সেটিও পারের অপেক্ষায় থাকা যাত্রী চাপে ঘাটে ভিড়তে পারছে না।

শনিবার দুপুরে পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় জড়ো হওয়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের জানান, ফেরি বন্ধ রাখার বিষয়টি অনন্ত একদিন আগে জানানো জরুরি ছিল। ফেরি কর্তৃপক্ষের হঠাৎ সিদ্ধান্তে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কখন ফেরি ছাড়বে আর কখন আমরা নদীপার হব তাও তাঁরা নিশ্চিত করে বলছে না।

শিবালয় থানা ওসি মো. ফিরোজ কবির জানিয়েছেন, পারের অপেক্ষায় আটকে পড়া যাত্রীদের অনেকেই উল্টো ফিরছেন। পরবর্তী নির্দেশনা ও ফেরি চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহন ও যাত্রীদের ভিড় না করারও অনুরোধ করেন তিনি।

অন্যদিকে, ফেরি ঘাটে অসংখ্য মানুষের ভিড় ও যানবাহন চাপের খবরে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ঘাটমুখী যানবাহন আটকে দিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা

একটি রাজনৈতিক দলের মুখে আল্লাহর নাম, নির্বাচনে জিততে করে মিথ্যাচার: জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

চার্লি কার্কের সন্দেহভাজন হত্যাকারী আটক, বয়স ২২

রপ্তানিতে দ্বিতীয় থেকে ১০ নম্বরে নামল চিংড়ি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত