Ajker Patrika

র‍্যাব পরিচয়ে বাবা–ছেলের প্রায় ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ 

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
র‍্যাব পরিচয়ে বাবা–ছেলের প্রায় ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ 

র‍্যাবের পরিচয় দিয়ে একদল ছিনতাইকারী বাবা–ছেলের সঙ্গে থাকা ৭ লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রাইভেটকারে আসা ছিনতাইকারীরা ভুক্তভোগী বাবা–ছেলের কাছে মাদক আছে বলে অভিযোগ তুলে এ ঘটনা ঘটায়। 

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের দশ চিড়া কবরস্থান এলাকার এই ঘটনাটি ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম। 

এ ঘটনায় ভুক্তভোগীরা হলেন—শিবালয় উপজেলার বিরাজপুর গ্রামের কৃষক তারাপ আলী (৫০)। তাঁর ছেলে রুবেল (২৮)। 

এ ঘটনায় শিবালয় থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, সোমবার বেলা আড়াইটার দিক কৃষক তারাপ আলী ও তাঁর ছেলে রুবেল (২৮) স্থানীয় অগ্রণী ব্যাংক আরিচা ঘাট শাখা থেকে ৫ লাখ ৪৫ হাজার টাকা ও সোনালী ব্যাংক শিবালয় শাখা থেকে আড়াই লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলে বিরাজপুরে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার উলাইল ইউনিয়নের টেপড়া-উলাইল সড়কর দশ চিড়া কবরস্থানের সামনে সিলভার কালারের একটি প্রাইভেটকার তাদের গতিরোধ করে। এ সময় প্রাইভেটকারে থাকা চালকসহ চারজনের সবাই নিজেদের র‍্যাবের সদস্য পরিচয় দেয়। তাদের কাছে গাঁজা (মাদক) আছে বলে অভিযোগ করে এবং জোরপূর্বক বাবা–ছেলেকে প্রাইভেটকারে তুলে নেয়। পরে তাদের সঙ্গে ব্যাংক থেকে তোলা ৭ লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে ঢাকা-পাটুরিয়া সড়কের নবগ্রাম ফায়ার সার্ভিস অফিস এলাকায় নামিয়ে রেখে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় ভুক্তভোগী তারাপ আলী শিবালয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ-নূর এ আলম জানান, অভিযোগের প্রেক্ষিত ঘটনার তদন্ত চলছে। সড়ক পথের বিভিন্ন স্থানে থাকা ভিডিও ফুটেজ অনুসন্ধান করা হচ্ছে।’ 

ওসি আরও বলেন, ‘গাড়িটির নম্বর প্লেট একটি সাদা কালার দিয়ে ঢেকে দেওয়া, আপাতত ভিডিও ফুটজে এমনটি দেখা যাচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত