Ajker Patrika

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিনিধি
আপডেট : ১২ জুন ২০২১, ১২: ৫৮
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মানিকগঞ্জ: মানিকগঞ্জর ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় অ্যাম্বুলেন্সের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং অ্যাম্বুলেন্সচালাক গুরুতর আহত হয়েছেন। এ সময় অ্যাম্বুলেন্সটি খালি ছিল। আজ শনিবার (১২ জুন) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন শিবালয় উপজেলার পাচুরিয়া ইন্দাজগহ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল আলিম (২৬) এবং শিবালয় উপজেলার সাকরাইল গ্রামের দিনেশ চন্দ্র হালদারের ছেলে দিপক হালদার (২৫)। তাঁরা মোটরসাইকেলযোগে মানিকগঞ্জ শহরে যাচ্ছিলেন। 
 
সাটুরিয়া গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মানিকগঞ্জগামী দুই মোটরসাইকেল এবং যশোরগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের ওই দুই আরোহী। অ্যাম্বুলেন্সচালক মো. রনি মিয়া (৩০) গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যান, পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত