Ajker Patrika

করোনা উপসর্গে শিক্ষার্থীর মৃত্যু

মানিকগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 
করোনা উপসর্গে শিক্ষার্থীর মৃত্যু

মানিকগঞ্জে করোনার উপসর্গ নিয়ে সুবর্ণা ইসলাম রোদেলা নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোদেলা তার পরিবারের একমাত্র সন্তান ছিল। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে এই শিক্ষার্থীর মৃত্যু হয়।

রোদেলা মানিকগঞ্জ শহরের সুরেন্দ্র কুমার (এস কে) সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ‘ক’ শাখার ছাত্রী ছিল। ক্লাসে তার রোল নম্বর ছিল এক। কম বয়সে একমাত্র সন্তান রোদেলার মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের মাতম সৃষ্টি হয়েছে।

এদিকে করোনার উপসর্গ নিয়ে রোদেলা মারা যাওয়ায় পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  করোনার উপসর্গে মারা যাওয়া ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, সুবর্ণ ইসলাম রোদেলা গত ১৫ সেপ্টেম্বর থেকে অসুস্থ ছিল। তাই তার কোচিং এবং বিদ্যালয়ে আসা-যাওয়া বন্ধ করে দেওয়া হয়। তবে, গত তিন দিন ধরে রোদেলার জ্বর এবং শ্বাসকষ্ট বেড়ে যায়।

একপর্যায়ে গতকাল দুপুরে রোদেলার শ্বাসকষ্ট, গলা ও বুকে ব্যথা হয়। তাই দ্রুত তাকে জেলা সদরের মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রোদেলার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

পরে চিকিৎসকদের পরামর্শে তাকে অ্যাম্বুলেন্সে মানিকগঞ্জ থেকে ঢাকায় নেওয়ার পথে গাবতলি এলাকায় পৌঁছালে রোদেলা নিস্তেজ হয়ে পড়ে। পরে দ্রুত ঢাকার ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

আজ বেলা ১১টায় পৌরসভার বেউথা এলাকায় গিয়ে দেখা যায়, রোদেলার মা বাকরুদ্ধ হয়ে বিছানায় পড়ে আছেন। বাবা দরজার সামনে বসে কান্না করছেন। আশপাশের লোকজন তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। রোদেলার পড়ার টেবিলে বই, খাতা ও কলম পড়ে আছে। বিছানার এক পাশে রয়েছে তার স্কুল ব্যাগ। আর ঘর ভর্তি আছে রোদেলার বিভিন্ন সময়ে প্রাপ্ত পুরস্কার।

মেয়ের মৃত্যুর পর সুবর্ণ ইসলাম রোদেলার বাবা এনজিও চাকরিজীবী বশির উদ্দিন মোল্লা বলেন, অফিস করতে গত সোমবার আমি ঢাকার শ্যামলী গেছি। একদিন পর বুধবার সকালে আমার স্ত্রী ফোন করে জানান রোদেলার অবস্থা ভালো না। সে খুবই শ্বাসকষ্টে ভুগছে। আমি সঙ্গে সঙ্গে ঢাকা থেকে বাড়িতে আসি। মেয়েকে মুন্নু হাসপাতালে নিয়ে যায়। মাঝে ডায়রিয়ায় তার শরীরে পানি স্বল্পতার বিষয়টি আমরা বুঝতে পারিনি। আমার মেয়ে অনেক শক্ত মনের ছিল।

রোদেলার নানি হাসিনা আক্তার বলেন, আমার নাতি অনেক ভালো ও মেধাবী ছাত্রী ছিল। ছোটবেলা থেকে পড়ালেখার প্রতি আগ্রহ ছিল। এমনকি কোন ক্লাসে ২য় স্থান অধিকার করেনি। পড়াশোনার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতায় সে সব সময় ১ম স্থান অধিকার করত।

রোদেলার খালা চায়না আক্তার বলেন, আমার ভাগনি পড়ালেখায় অনেক মেধাবী ছিল। আমার বড় বোনের বিয়ের সাত বছর পর তার জন্ম হয়েছে। এরপর আমার বোনের আর কোন সন্তান হয়নি। একমাত্র সন্তানকে হারিয়ে আমার বোন বাকরুদ্ধ হয়ে গেছে।

এ বিষয়ে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। সিটি স্ক্যান পরীক্ষার পর ছাত্রীর ফুসফুসে সংক্রমণ শনাক্ত হয়। তার রক্তে অক্সিজেনে মাত্রাও খুবই কম ছিল। সংকটাপন্ন অবস্থা হওয়ায় তাকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এদিকে বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী করোনায় আক্রান্ত হওয়ায়, গত শনিবার থেকে বুধবার পর্যন্ত ওই শ্রেণির পাঠদান বন্ধ রাখা হয়। পরবর্তীতে তার ক্লাসের ৫৮ জন শিক্ষার্থীকে করোনা পরীক্ষা করোনো হয়। তবে কারও করোনা শনাক্ত না হওয়ায় এবং আক্রান্ত শিক্ষার্থী সুস্থ হওয়ায় আজ থেকে ওই শ্রেণির পাঠদান চালু হয়েছে। 

এদিকে গতকাল রাত রোদেলার লাশ বাড়িতে আনা হয়। এরপর বেউথা কবরস্থানে রাত ১১টার দিকে তাকে দাফন করা হয়। এ সময় এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন। 

মানিকগঞ্জ জেলায় গতকাল পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ৮১৫৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৬১৭ জন। আর মারা গেছেন ১২৫ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

‘ম্যামের মুখটা দেখলাম, মনে হলো—শুয়ে আছেন, কিছুই হয়নি তাঁর’

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

৪ বিষয়ে সুরাহা চেয়ে ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ দিলেন ৯ পোলিং এজেন্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত