লক্ষ্মীপুর প্রতিনিধি
পবিত্র রমজান উপলক্ষে লক্ষ্মীপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দেওয়া শুরু হয়েছে। আজ বুধবার সকালে লক্ষ্মীপুর পৌর শহরের গোডাউন রোডে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। বাজারের চেয়ে কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা।
এখানে ক্রেতারা সাড়ে ৪০০ টাকায় পাচ্ছেন দুই কেজি ভোজ্যতেল, এক কেজি মসুরের ডাল, এক কেজি চিনি ও এক কেজি ছোলা। বর্তমান বাজারমূল্যের চেয়ে অর্ধেক দামে এসব পণ্য পেয়ে খুশি সাধারণ মানুষ। উদ্বোধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস প্রমুখ।
সকাল থেকে টিসিবির পণ্য নিতে ট্রাকের সামনে সাধারণ মানুষের ভিড় দেখা যায়। একই অবস্থায় দালাল বাজার, দক্ষিণ হামছাদী, উত্তর হামছাদী ও চররুহিতাসহ পাঁচটি স্থানে ট্রাকে করে দেওয়া হচ্ছে এসব টিসিবি পণ্য। তবে কম দামে সিটিবি পণ্য কিনতে পেরে খুশি সাধারণ মানুষ।
টিসিবির পণ্য নিতে আসা রহিম উল্যাহ ও ছকিনা বেগম জানান, যেভাবে প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। এতে নিম্ন আয়ের মানুষের চরম কষ্টের মধ্য দিয়ে দিন যাচ্ছে। এখন সরকার যে উদ্যোগ নিয়েছে, এটি একটি ভালো উদ্যোগ। রমজানে কম দামে পণ্য পেয়ে খুশি। তবে এটি যেন সারা বছর দেওয়া হয়। তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।
জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, ৫ মার্চ থেকে এই কার্যক্রম শুরু হয়ে পুরো রমজান মাস চলবে। পাঁচটি স্থানে ট্রাকের মাধ্যমে এসব পণ্য দেওয়া হচ্ছে। ৪৫০ টাকায় পাচ্ছেন এক কেজি চিনি, এক কেজি ছোলা, এক কেজি মসুরের ডাল ও ভোজ্যতেল দুই কেজি। সপ্তাহে পাঁচ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে টিসিবি বিক্রি। নির্ধারিত সময়ের মধ্যে যে কেউ নিতে পারবে এসব পণ্য।
পবিত্র রমজান উপলক্ষে লক্ষ্মীপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দেওয়া শুরু হয়েছে। আজ বুধবার সকালে লক্ষ্মীপুর পৌর শহরের গোডাউন রোডে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। বাজারের চেয়ে কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা।
এখানে ক্রেতারা সাড়ে ৪০০ টাকায় পাচ্ছেন দুই কেজি ভোজ্যতেল, এক কেজি মসুরের ডাল, এক কেজি চিনি ও এক কেজি ছোলা। বর্তমান বাজারমূল্যের চেয়ে অর্ধেক দামে এসব পণ্য পেয়ে খুশি সাধারণ মানুষ। উদ্বোধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস প্রমুখ।
সকাল থেকে টিসিবির পণ্য নিতে ট্রাকের সামনে সাধারণ মানুষের ভিড় দেখা যায়। একই অবস্থায় দালাল বাজার, দক্ষিণ হামছাদী, উত্তর হামছাদী ও চররুহিতাসহ পাঁচটি স্থানে ট্রাকে করে দেওয়া হচ্ছে এসব টিসিবি পণ্য। তবে কম দামে সিটিবি পণ্য কিনতে পেরে খুশি সাধারণ মানুষ।
টিসিবির পণ্য নিতে আসা রহিম উল্যাহ ও ছকিনা বেগম জানান, যেভাবে প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। এতে নিম্ন আয়ের মানুষের চরম কষ্টের মধ্য দিয়ে দিন যাচ্ছে। এখন সরকার যে উদ্যোগ নিয়েছে, এটি একটি ভালো উদ্যোগ। রমজানে কম দামে পণ্য পেয়ে খুশি। তবে এটি যেন সারা বছর দেওয়া হয়। তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে।
জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, ৫ মার্চ থেকে এই কার্যক্রম শুরু হয়ে পুরো রমজান মাস চলবে। পাঁচটি স্থানে ট্রাকের মাধ্যমে এসব পণ্য দেওয়া হচ্ছে। ৪৫০ টাকায় পাচ্ছেন এক কেজি চিনি, এক কেজি ছোলা, এক কেজি মসুরের ডাল ও ভোজ্যতেল দুই কেজি। সপ্তাহে পাঁচ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে টিসিবি বিক্রি। নির্ধারিত সময়ের মধ্যে যে কেউ নিতে পারবে এসব পণ্য।
সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনার ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, "আমরা আদালতে একটি রিট পিটিশন দাখিল করেছি। আদালত প্রাথমিকভাবে ১০ দিনের রুল জারি করেছেন। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব এবং প্রয়োজনে অসহযোগ আন্দোলন করারও ঘোষণা দিচ্ছি।"
৭ মিনিট আগেসুশাসনের জন্য নাগরিক (সুজন), ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজল বলেন, "অযোগ্য কর্মকর্তারা রাজনৈতিক প্রভাবে পদ দখল করে রাখায় সিটি করপোরেশনে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। উপ-সহকারী থেকে সহকারী প্রকৌশলী না হয়ে সরাসরি নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়ায় তাদের অভিজ্ঞতার ঘাটতি
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরখান থেকে কিশোর গ্যাং লিডার ও ছিনতাইকারী দলের নেতা মোরশেদ আলম (৪৮) ও দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। অন্যরা হলেন— মোরশেদের সহযোগী মো. আলম (২৮), মো. হাসানুল (২২), পারুল (৪৮) ও বেবী (৪২)।
২ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি নিচু থাকায় বর্ষাকালে পুরোটাই পানিতে ডুবে যায়। এর ফলে পথচারী ও রিকশা, ভ্যান, মোটরসাইকেলের মতো ছোট যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ এবং অসুস্থ রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও নানারকম সমস্যার সৃষ্টি হচ্ছে।
২ ঘণ্টা আগে