বেনাপোল প্রতিনিধি
সোনার বার আত্মসাতের অভিযোগে ওমর ফারুক সুমন (৩১) নামের এক রংমিস্ত্রিকে গত মঙ্গলবার যশোরের বেনাপোল থেকে অপহরণ করা হয়। এর পাঁচ দিন পর তাঁর লাশ মাগুরার সদর উপজেলার রামনগর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
অপহরণের ঘটনায় গত মঙ্গলবার বেনাপোল পোর্ট থানায় সুমনের মা ফিরোজা বেগম মামলা করেন। এতে পৌরসভার এক কাউন্সিলরসহ চারজনকে আসামি করা হয়। মামলার পর থেকে তাঁরা পলাতক আছেন।
লাশ উদ্ধার ও মামলা হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) লেখন কুমার সরকার। এদিকে, এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচার দাবি করেছে সুমনের পরিবার।
হত্যা মামলার আসামিরা হলেন বেনাপোল পৌরসভার বড় আচড়ার ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, ছোট আচড়া গ্রামের এজাজ রহমান, শালকোনা গ্রামের তরিকুল ইসলাম ও পলাশ হোসেন।
নিহত ওমর ফারুক সুমন যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের ট্যাংরালী গ্রামের ওসমান আলীর ছেলে। ছোটবেলায় তাঁর মাকে ছেড়ে অন্যত্র চলে যান বাবা। অভাবী নানা-নানির সংসারে মাকে নিয়ে থাকতেন সুমন। তিনি রংমিস্ত্রির কাজ করে চারজনের সংসার চালাতেন। তাঁদের মাথা গোঁজার ঠাঁই ঝুপড়ি-ঘরটিও অন্যের জায়গায়।
সুমনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, গত ১১ নভেম্বর সকালে বাড়ি থেকে বের হন সুমন। এরপর মোবাইল ফোন চালু থাকলেও কল ধরছিলেন না তিনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে পোর্ট থানায় অভিযোগ দেয় পরিবার। তাঁকে দ্রুত উদ্ধারের কার্যক্রমে যশোর গোয়েন্দা পুলিশ দায়িত্ব নেয়।
গত মঙ্গলবার সকালে সুমনের পরিবারের কাছে মোবাইল ফোনে কল দেন এক ব্যক্তি। তিনি জানান, সুমন তাঁদের তিন কোটি টাকার সোনার বার আত্মসাৎ করেছেন। এই কারণে তাঁকে আটকে রেখেছেন। ওই ব্যক্তি পরামর্শ দেন গোপনে সোনার বার অথবা টাকা নিয়ে বেনাপোল বন্দরের সামনের একটি ভবনে দেখা করার। তাঁর কথামতো মা ফিরোজা বেগম সেখানে গিয়ে দেখেন সুমনকে নির্যাতন করে ফেলে রাখা হয়েছে। তাঁর মা সোনার বার অথবা টাকা দিতে না পারায় সুমনকে বেনাপোল থেকে অপহরণকারীরা নিয়ে যান মাগুরায়।
অপহরণের সময় পৌর কাউন্সিলর কামাল হোসেনসহ কয়েকজনকে ঘটনাস্থলে দেখেছেন বলে দাবি করেন সুমনের মা। এরপর তিনি সেখান থেকে ফিরে ওই কাউন্সিলরসহ চারজনের নামে ও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আজ সকালে ফেসবুকের মাধ্যমে সুমনের পরিবার মাগুরায় অ্যাসিডে পোড়ানো একটি লাশ উদ্ধারের খবর জানতে পারে। সেখানে গিয়ে শনাক্ত করে লাশ সুমনের বলে নিশ্চিত হন পরিবারের সদস্যরা।
নিহতের খালা মুর্শিদা বেগম বলেন, ‘সুমন কীভাবে হয়তো সঙ্গদোষে পড়ে খারাপ মানুষের সঙ্গে মিশেছে। আমরা এসব কিছুই জানি না। তবে কাউন্সিলর ও তাঁর লোকজন সোনা আত্মসাতের মিথ্যা অভিযোগে সুমনকে অপহরণ করে অ্যাসিডে পুড়িয়ে হত্যা করেছে। সঠিক তদন্ত করে এই হত্যাকারীদের শাস্তি দাবি করছি।’
বেনাপোল পোর্ট থানার এসআই লেখন কুমার বলেন, ‘সোনার বার আত্মসাৎ নিয়ে অপহরণের শিকার হন সুমন। পরে তাঁকে হত্যা করে মরদেহ অ্যাসিডে পোড়ানো হয়। হত্যার ঘটনায় চারজনের নামে ও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারে জোর অভিযান চলছে।’
সোনার বার আত্মসাতের অভিযোগে ওমর ফারুক সুমন (৩১) নামের এক রংমিস্ত্রিকে গত মঙ্গলবার যশোরের বেনাপোল থেকে অপহরণ করা হয়। এর পাঁচ দিন পর তাঁর লাশ মাগুরার সদর উপজেলার রামনগর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
অপহরণের ঘটনায় গত মঙ্গলবার বেনাপোল পোর্ট থানায় সুমনের মা ফিরোজা বেগম মামলা করেন। এতে পৌরসভার এক কাউন্সিলরসহ চারজনকে আসামি করা হয়। মামলার পর থেকে তাঁরা পলাতক আছেন।
লাশ উদ্ধার ও মামলা হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) লেখন কুমার সরকার। এদিকে, এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচার দাবি করেছে সুমনের পরিবার।
হত্যা মামলার আসামিরা হলেন বেনাপোল পৌরসভার বড় আচড়ার ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, ছোট আচড়া গ্রামের এজাজ রহমান, শালকোনা গ্রামের তরিকুল ইসলাম ও পলাশ হোসেন।
নিহত ওমর ফারুক সুমন যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের ট্যাংরালী গ্রামের ওসমান আলীর ছেলে। ছোটবেলায় তাঁর মাকে ছেড়ে অন্যত্র চলে যান বাবা। অভাবী নানা-নানির সংসারে মাকে নিয়ে থাকতেন সুমন। তিনি রংমিস্ত্রির কাজ করে চারজনের সংসার চালাতেন। তাঁদের মাথা গোঁজার ঠাঁই ঝুপড়ি-ঘরটিও অন্যের জায়গায়।
সুমনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, গত ১১ নভেম্বর সকালে বাড়ি থেকে বের হন সুমন। এরপর মোবাইল ফোন চালু থাকলেও কল ধরছিলেন না তিনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে পোর্ট থানায় অভিযোগ দেয় পরিবার। তাঁকে দ্রুত উদ্ধারের কার্যক্রমে যশোর গোয়েন্দা পুলিশ দায়িত্ব নেয়।
গত মঙ্গলবার সকালে সুমনের পরিবারের কাছে মোবাইল ফোনে কল দেন এক ব্যক্তি। তিনি জানান, সুমন তাঁদের তিন কোটি টাকার সোনার বার আত্মসাৎ করেছেন। এই কারণে তাঁকে আটকে রেখেছেন। ওই ব্যক্তি পরামর্শ দেন গোপনে সোনার বার অথবা টাকা নিয়ে বেনাপোল বন্দরের সামনের একটি ভবনে দেখা করার। তাঁর কথামতো মা ফিরোজা বেগম সেখানে গিয়ে দেখেন সুমনকে নির্যাতন করে ফেলে রাখা হয়েছে। তাঁর মা সোনার বার অথবা টাকা দিতে না পারায় সুমনকে বেনাপোল থেকে অপহরণকারীরা নিয়ে যান মাগুরায়।
অপহরণের সময় পৌর কাউন্সিলর কামাল হোসেনসহ কয়েকজনকে ঘটনাস্থলে দেখেছেন বলে দাবি করেন সুমনের মা। এরপর তিনি সেখান থেকে ফিরে ওই কাউন্সিলরসহ চারজনের নামে ও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আজ সকালে ফেসবুকের মাধ্যমে সুমনের পরিবার মাগুরায় অ্যাসিডে পোড়ানো একটি লাশ উদ্ধারের খবর জানতে পারে। সেখানে গিয়ে শনাক্ত করে লাশ সুমনের বলে নিশ্চিত হন পরিবারের সদস্যরা।
নিহতের খালা মুর্শিদা বেগম বলেন, ‘সুমন কীভাবে হয়তো সঙ্গদোষে পড়ে খারাপ মানুষের সঙ্গে মিশেছে। আমরা এসব কিছুই জানি না। তবে কাউন্সিলর ও তাঁর লোকজন সোনা আত্মসাতের মিথ্যা অভিযোগে সুমনকে অপহরণ করে অ্যাসিডে পুড়িয়ে হত্যা করেছে। সঠিক তদন্ত করে এই হত্যাকারীদের শাস্তি দাবি করছি।’
বেনাপোল পোর্ট থানার এসআই লেখন কুমার বলেন, ‘সোনার বার আত্মসাৎ নিয়ে অপহরণের শিকার হন সুমন। পরে তাঁকে হত্যা করে মরদেহ অ্যাসিডে পোড়ানো হয়। হত্যার ঘটনায় চারজনের নামে ও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারে জোর অভিযান চলছে।’
লোডশেডিং কমানোর দাবিতে রংপুরে পল্লী বিদ্যুৎ সমিতিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে রংপুর সদরের পাগলাপীরে অবস্থিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে এ কর্মসূচি পালিত হয়।
৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
১০ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
১১ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগে