খুলনা প্রতিনিধি
খুলনায় পুলিশের প্রিজন সেল থেকে পালিয়ে যাওয়া আসামি ইউসুফ হাওলাদারকে (২৫) এক সপ্তাহ পর গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। এ ছাড়া সাব্বির হত্যা মামলার প্রধান আসামিসহ আরও চারজনকে অস্ত্র, গুলি, মাদকসহ গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার বেলা ১টার দিকে খালিশপুর থানা-পুলিশ নগরীর আলমনগর এলাকা থেকে ইউসুফ হাওলাদারকে গ্রেপ্তার করে। নগরীর আলমনগরের শাহজাহান হাওলাদারের ছেলে ইউসুফ ৭ আগস্ট প্রিজন সেল থেকে পালিয়ে যান। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে সাব্বির হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে অস্ত্র, গুলি, মাদকসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। ভোরে রূপসা উপজেলার আইচগাতী বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেখ হাফিজ (৩২), হাফিজের সহযোগী তানজিল হাসান জ্যোতি (৩৭), মো. মাসুম শেখ (২২) ও মো. দীপু শেখ (২৪)। তাঁদের কাছ থেকে বিদেশি পিস্তল, ছুরি ও মাদক জব্দ করা হয়েছে। হাফিজ গত ২৬ জুন রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত সাব্বির হত্যা মামলার প্রধান আসামি।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, সেনাবাহিনী ও পুলিশ সদস্যের যৌথ অভিযানে সাব্বিরসহ একাধিক মামলার আসামি শেখ হাফিজসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চাপাতি, ছুরি ও দুই কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওসি মাহফুজুর রহমান আরও জানান, হাফিজ বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক হত্যাসহ মাদক মামলা রয়েছে। গত ২৬ জুন রাতে রূপসার রাজাপুর এলাকায় সাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর নিহত সাব্বিরের মা বাদী হয়ে রূপসা থানায় মামলাটি করেন।
খুলনায় পুলিশের প্রিজন সেল থেকে পালিয়ে যাওয়া আসামি ইউসুফ হাওলাদারকে (২৫) এক সপ্তাহ পর গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। এ ছাড়া সাব্বির হত্যা মামলার প্রধান আসামিসহ আরও চারজনকে অস্ত্র, গুলি, মাদকসহ গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার বেলা ১টার দিকে খালিশপুর থানা-পুলিশ নগরীর আলমনগর এলাকা থেকে ইউসুফ হাওলাদারকে গ্রেপ্তার করে। নগরীর আলমনগরের শাহজাহান হাওলাদারের ছেলে ইউসুফ ৭ আগস্ট প্রিজন সেল থেকে পালিয়ে যান। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে সাব্বির হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে অস্ত্র, গুলি, মাদকসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। ভোরে রূপসা উপজেলার আইচগাতী বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেখ হাফিজ (৩২), হাফিজের সহযোগী তানজিল হাসান জ্যোতি (৩৭), মো. মাসুম শেখ (২২) ও মো. দীপু শেখ (২৪)। তাঁদের কাছ থেকে বিদেশি পিস্তল, ছুরি ও মাদক জব্দ করা হয়েছে। হাফিজ গত ২৬ জুন রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত সাব্বির হত্যা মামলার প্রধান আসামি।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, সেনাবাহিনী ও পুলিশ সদস্যের যৌথ অভিযানে সাব্বিরসহ একাধিক মামলার আসামি শেখ হাফিজসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চাপাতি, ছুরি ও দুই কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওসি মাহফুজুর রহমান আরও জানান, হাফিজ বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক হত্যাসহ মাদক মামলা রয়েছে। গত ২৬ জুন রাতে রূপসার রাজাপুর এলাকায় সাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর নিহত সাব্বিরের মা বাদী হয়ে রূপসা থানায় মামলাটি করেন।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১১ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১২ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩০ মিনিট আগে