যশোর প্রতিনিধি
যশোরে ২৫ মামলার আসামি আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, পাঁচটি গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়।
আজ বুধবার দুপুরে র্যাব-৬ যশোর ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে যশোর, গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা মো. রাকিব ওরফে ভাইপো রাকিব (৩০), শার্শা উপজেলার দাউদখালী গ্রামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তরিকুল ইসলাম (৩৫), নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের ১৫ বছরের সাজাপ্রাপ্ত জিকরুল আলম (৪৪), যশোর সদরের ঝাউদিয়া গ্রামের অস্ত্রধারী সন্ত্রাসী সাগর হোসেন (২১) এবং একই গ্রামের বাসিন্দা আব্দুল কাদের (৩৪)।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘গতকাল দিবাগত রাতে আমাদের ক্যাম্পের সদস্যরা একযোগে পাঁচটি পৃথক অভিযান চালান। এসব অভিযানে যশোরের আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ অস্ত্রধারী পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রয়েছেন। এ সময় তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।’
সাকিব হোসেন আরও বলেন, ভাইপো রাকিব দীর্ঘদিন ধরে যশোর জেলায় সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। এ ছাড়া তরিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। জিকরুল আলম স্বর্ণ চোরাচালান মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত।
অন্য দুই আসামি সাগর হোসেন ও আব্দুল কাদের অবৈধ আগ্নেয়াস্ত্র রেখে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছেন। তাঁদের বিরুদ্ধেও একাধিক হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোরে ২৫ মামলার আসামি আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, পাঁচটি গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়।
আজ বুধবার দুপুরে র্যাব-৬ যশোর ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে যশোর, গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা মো. রাকিব ওরফে ভাইপো রাকিব (৩০), শার্শা উপজেলার দাউদখালী গ্রামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তরিকুল ইসলাম (৩৫), নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের ১৫ বছরের সাজাপ্রাপ্ত জিকরুল আলম (৪৪), যশোর সদরের ঝাউদিয়া গ্রামের অস্ত্রধারী সন্ত্রাসী সাগর হোসেন (২১) এবং একই গ্রামের বাসিন্দা আব্দুল কাদের (৩৪)।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘গতকাল দিবাগত রাতে আমাদের ক্যাম্পের সদস্যরা একযোগে পাঁচটি পৃথক অভিযান চালান। এসব অভিযানে যশোরের আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ অস্ত্রধারী পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রয়েছেন। এ সময় তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।’
সাকিব হোসেন আরও বলেন, ভাইপো রাকিব দীর্ঘদিন ধরে যশোর জেলায় সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। এ ছাড়া তরিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। জিকরুল আলম স্বর্ণ চোরাচালান মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত।
অন্য দুই আসামি সাগর হোসেন ও আব্দুল কাদের অবৈধ আগ্নেয়াস্ত্র রেখে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছেন। তাঁদের বিরুদ্ধেও একাধিক হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধবিষয়ক পেশাদার সাংবাদিকদের সংগঠন ক্র্যাব ৪৩ বছরে পদার্পণ করেছে। গতকাল শুক্রবার নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
১ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগের চার জেলায় পরিবেশ ধ্বংস করে ব্যাপকভাবে বালু-পাথর লুটপাট শুরু হয়। ২ ডিসেম্বর সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে যোগ দেন অতিরিক্ত সচিব খান মো. রেজা-উন-নবী। গত ৯ মাসে পরিবেশ ও খনিজ সম্পদ রক্ষায় তিনি কার্যকর কোনো পদক্ষেপ নেননি। উল্টো তাঁর বক্তব্যে উৎসাহিত হয়...
১ ঘণ্টা আগেগুরুত্বপূর্ণ তিন বিশ্ববিদ্যালয় ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগরে কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। ঘোষণা করা হয়েছে তফসিলও। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্যানেল ঘোষণা করা হয়েছে। তবে আন্দোলনের পর এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন গঠনতন্ত্রের ভেতরেই...
১ ঘণ্টা আগেকিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় জেলা যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া দুই নেতা হলেন জেলা যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ। আজ শুক্রবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের...
৩ ঘণ্টা আগে