প্রতিনিধি, চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছায় এবার কাঁঠালের ফলন কম হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ভালো দাম পেয়েছেন চাষিরা।
উপজেলা উপ–সহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম (এসএএও) বলেন, উপজেলার ১১টি ইউনিয়ন ও চৌগাছা পৌরসভায় বাণিজ্যিকভাবে ২০ হেক্টর জমিতে কাঁঠাল গাছ আছে। ২০২০ সালের ২০ মে এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঘূর্ণিঝড় আম্পানের কারণে চলতি বছর উপজেলায় কাঁঠালের ফলন একটু কম। তবে দাম তুলনামূলক বেশি হওয়ায় কৃষকেরা খুশি।
চৌগাছা বাজারে কাঁঠাল কিনতে আসা পাইকারি ব্যবসায়ী খুলনার মহিউদ্দিন আহমেদ জানান, অন্যান্য বছরের তুলনায় এবার কাঁঠালের ফলন কম। চাহিদার তুলনায় কম কাঁঠাল উৎপাদন হওয়ায় দাম বেশি।
মির্জাপুর গ্রামের আব্দুল হামিদ বলেন, আমার ১২৫টি কাঁঠাল গাছ আছে। এতে মাঝারি মানের প্রায় ৫৮৭টি কাঁঠাল ধরেছে। কাঠাল প্রতি ৪৫ টাকা করে বিক্রি করেছি। যা অন্য বছর ২৫ / ৩০ টাকা দরে বিক্রি করতাম। চাহিদা বেশি থাকায় এবার দাম বেশি। এবারের দামে আমরা খুশি।
চৌগাছা পৌরসভার বাকপাড়া গ্রামের নার্গিস বেগম বলেন, আমার একটি কাঁঠাল গাছ থেকে ১০টি কাঠাল বিক্রি করেছি ৮৫০ টাকায়। অন্যান্য বছর ৪শ থেকে সাড়ে ৪শ টাকায় বিক্রি হতো।
উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, এবার অন্যান্য বছরের তুলনায় কাঁঠালের দাম বেশি। চাষিরাও খুশি।
যশোরের চৌগাছায় এবার কাঁঠালের ফলন কম হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ভালো দাম পেয়েছেন চাষিরা।
উপজেলা উপ–সহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম (এসএএও) বলেন, উপজেলার ১১টি ইউনিয়ন ও চৌগাছা পৌরসভায় বাণিজ্যিকভাবে ২০ হেক্টর জমিতে কাঁঠাল গাছ আছে। ২০২০ সালের ২০ মে এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঘূর্ণিঝড় আম্পানের কারণে চলতি বছর উপজেলায় কাঁঠালের ফলন একটু কম। তবে দাম তুলনামূলক বেশি হওয়ায় কৃষকেরা খুশি।
চৌগাছা বাজারে কাঁঠাল কিনতে আসা পাইকারি ব্যবসায়ী খুলনার মহিউদ্দিন আহমেদ জানান, অন্যান্য বছরের তুলনায় এবার কাঁঠালের ফলন কম। চাহিদার তুলনায় কম কাঁঠাল উৎপাদন হওয়ায় দাম বেশি।
মির্জাপুর গ্রামের আব্দুল হামিদ বলেন, আমার ১২৫টি কাঁঠাল গাছ আছে। এতে মাঝারি মানের প্রায় ৫৮৭টি কাঁঠাল ধরেছে। কাঠাল প্রতি ৪৫ টাকা করে বিক্রি করেছি। যা অন্য বছর ২৫ / ৩০ টাকা দরে বিক্রি করতাম। চাহিদা বেশি থাকায় এবার দাম বেশি। এবারের দামে আমরা খুশি।
চৌগাছা পৌরসভার বাকপাড়া গ্রামের নার্গিস বেগম বলেন, আমার একটি কাঁঠাল গাছ থেকে ১০টি কাঠাল বিক্রি করেছি ৮৫০ টাকায়। অন্যান্য বছর ৪শ থেকে সাড়ে ৪শ টাকায় বিক্রি হতো।
উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, এবার অন্যান্য বছরের তুলনায় কাঁঠালের দাম বেশি। চাষিরাও খুশি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৩ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৫ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে