Ajker Patrika

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিনসহ গ্রেপ্তার ৩

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২৫, ১১: ৪১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাসদস্যদের যৌথ দল। এ সময় তাঁদের কাছ থেকে গানপাউডার ও আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। কালা তুহিনের সঙ্গে গ্রেপ্তার হওয়া তাঁর দুই সহযোগী হলেন আহাসান ও হাবিব।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অভিযানে সেনাবাহিনীর পক্ষ থেকে নেতৃত্ব দেওয়া কর্মকর্তা মেজর দেবাশীষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, চক্রাখালী বাজার থেকে একটু ভেতরে নির্জন জায়গায় কয়েকজন একত্রিত হয়ে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে যৌথ বাহিনীর সদস্যরা একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দেড় কেজি গানপাউডার, ১৭ বোতল বিদেশি মদ, কিছু দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন।

আটক হওয়া যুবকদের বিরুদ্ধে খুলনা থানাসহ বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। পরে তাঁদের বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত