যশোর (খুলনা) প্রতিনিধি
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন আর উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৫ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৬ দশমিক ২৭ শতাংশ। জেলায় বর্তমানে মোট ১ হাজার ৯৫৪ জন রোগী রয়েছেন।
যশোরের সিভিল সার্জন অফিস ও হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।
যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ জানান, গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিকুর রহমান (৭৪) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি যশোরের শার্শা উপজেলার বাসিন্দা। এ ছাড়া উপসর্গ নিয়ে ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝিনাইদহের মহেশপুরের রাশিদা বেগম (৭৫)। এ ছাড়া হাসপাতালের রেড জোনে ১৬ এবং ইয়েলো জোনে ১৭ জন চিকিৎসাধীন।
যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ জানান, আজ সোমবার প্রাপ্ত ফলাফলে যশোরে ৩১৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছেন। তার মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ৭০ জনের এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ১৩৩ জনের মধ্যে ৪৫ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে যশোর সদরে ৮৫, ঝিকরগাছায় ১২, অভয়নগরে ৩, শার্শা ও চৌগাছায় ৫ এবং কেশবপুর ও মনিরামপুরে ৩ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত ২৩ হাজার ৯৬৫ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২১ হাজার ৪৯১ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৫২০ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন আর উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৫ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৬ দশমিক ২৭ শতাংশ। জেলায় বর্তমানে মোট ১ হাজার ৯৫৪ জন রোগী রয়েছেন।
যশোরের সিভিল সার্জন অফিস ও হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।
যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ জানান, গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিকুর রহমান (৭৪) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি যশোরের শার্শা উপজেলার বাসিন্দা। এ ছাড়া উপসর্গ নিয়ে ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝিনাইদহের মহেশপুরের রাশিদা বেগম (৭৫)। এ ছাড়া হাসপাতালের রেড জোনে ১৬ এবং ইয়েলো জোনে ১৭ জন চিকিৎসাধীন।
যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ জানান, আজ সোমবার প্রাপ্ত ফলাফলে যশোরে ৩১৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছেন। তার মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ৭০ জনের এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ১৩৩ জনের মধ্যে ৪৫ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে যশোর সদরে ৮৫, ঝিকরগাছায় ১২, অভয়নগরে ৩, শার্শা ও চৌগাছায় ৫ এবং কেশবপুর ও মনিরামপুরে ৩ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত ২৩ হাজার ৯৬৫ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২১ হাজার ৪৯১ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৫২০ জন।
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা...
১৩ মিনিট আগেময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েসের একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার হামলার শিকার হন এবং থানায় মামলা করেন।
৩৬ মিনিট আগেগাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম তুহিন। গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হা
৪৪ মিনিট আগেমাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবারর (১২ আগস্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৪৪ মিনিট আগে