Ajker Patrika

খুবি ছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

খুবি প্রতিনিধি
খুবি ছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রীকে যৌন নিপীড়নের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে শতাধিক শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

 ‘যৌন নিপীড়নের সুষ্ঠু বিচার, ভুক্তভোগীর অধিকার’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীরা যৌন নিপীড়নের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ছাত্রীর সঙ্গে ঘটে যাওয়া ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করার দাবি জানান বক্তারা। একই সঙ্গে অপরাধীকে অতি দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান তাঁরা। 

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদমান সাকিব বলেন, ‘আজ আমাদের বোনের সঙ্গে যে ঘটনা ঘটেছে এটা একেবারেই অপ্রত্যাশিত। তথাকথিত যে সাংবাদিক এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাঁর অতি দ্রুত শাস্তির দাবি জানাই। আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে যদি অপরাধীকে সাজা না দেওয়া হয়, তাহলে তীব্র ছাত্র আন্দোলন গড়ে উঠবে।’ 

এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের আরেক শিক্ষার্থী জি এম জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয় জীবনে পড়াকালীন যৌন নিপীড়নের বিরুদ্ধে বহুবার মানববন্ধনে দাঁড়িয়েছি। যৌন নিপীড়নের বিরুদ্ধে সরকারের বহু আইনকানুন থাকলেও এটি আইনেই সীমাবদ্ধ রয়েছে। প্রকৃতপক্ষে এটি বাস্তবায়িত হচ্ছে না। নীতিনির্ধারকদের উচিৎ এটি বাস্তবায়ন করা এবং যৌন নিপীড়কদের বিরুদ্ধে সোচ্চার হওয়া।’ 

উল্লেখ্য, গত ১০ মে ঝিনাইদহে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে এক সাংবাদিকের বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের।  অভিযুক্ত খাইরুল ইসলাম নিরব (৩০) ‘দৈনিক স্বাধীন বাংলা’ নামে একটি পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১২ মে) ভুক্তভোগী ছাত্রী নিজেই বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত