Ajker Patrika

দীর্ঘদিন কারাভোগের পর শনিবার সাতক্ষীরায় আসছেন সাবেক এমপি হাবিব

তালা (সাতক্ষীরা) 
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ২২
দীর্ঘদিন কারাভোগের পর শনিবার সাতক্ষীরায় আসছেন সাবেক এমপি হাবিব

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব দীর্ঘ চার বছর পর আগামীকাল শনিবার সাতক্ষীরায় আসছেন। শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পরে ৩ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। 

তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, সাবেক কর্তৃত্ববাদী সরকারের রোষানলে পড়ে একটি মিথ্যা মামলায় হাবিবুল ইসলাম হাবিব দীর্ঘ চার বছর কারাভোগ করেন। ৩ সেপ্টেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পান তিনি। শনিবার বিকেল ৪টায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সব নেতা-কর্মী ডুমুরিয়া উপজেলার চুকগনগর বাজার থেকে মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে কুমিরা হাইস্কুল মাঠে নিয়ে আসবেন। এখানে সংবর্ধনা শেষে তিনি কলারোয়ার উদ্দেশে রওনা হবেন। 

তিনি বলেন, ‘এ উপলক্ষে এলাকায় ব্যাপক প্রচারের জন্য মাইকিং করা হচ্ছে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুতি সভা করেছি। আশা করি এই সংবর্ধনাসভায় প্রায় ২ লাখ মানুষের সমাগম ঘটবে।’ 

উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় বলেন, ‘দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণপ্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ঢাকা থেকে সড়কপথে কলারোয়ায় যাবেন। তাঁর আগমন উপলক্ষে তালা উপজেলা বিএনপিসহ সব সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের প্রস্তুতি গ্রহণ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত