কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সার্কিট হাউসের পাশে তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, জালিয়াতি ও প্রতারণার কাজে ব্যবহৃত পয়সা পাওয়া গেছে। প্রতারক চক্রটির বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অপরাধ স্বীকার করেছেন। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী দাঁড়েরপাড়া গ্রামের রাশিদুল ইসলাম মিলন (৩৩), একই উপজেলার হোসেনাবাদ বড় মসজিদপাড়া এলাকার মফিজুল ইসলাম মামুন (৩২), তারাগুনিয়া ফারাকপুর গ্রামের মাহমুদুল হাসান শিশির (৩২), দাঁড়েরপাড়া এলাকার সোহেল রানা (৪০), কুষ্টিয়া সদরের বড় আইলচারা গ্রামের রেজাউল ইসলাম (৫২) ও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না উত্তরপাড়া গ্রামের জামাল উদ্দিন (৩২)।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানতে পারে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সার্কিট হাউসের পাশের তিন রাস্তার মোড়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র অবস্থান করছে। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করে তারা। তল্লাশি করে চক্রটির কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, জালিয়াতির ও প্রতারণা করার কাজে ব্যবহৃত পয়সাসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহফুজুল হক চৌধুরী বলেন, ‘প্রতারকেরা নিজেদের বিভিন্ন ডিফেন্স বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন। এই চক্রের হোতা রাশিদুল ইসলাম মিলন বিভিন্ন ব্যক্তিকে সাজিয়ে, বিভিন্ন বাহিনীর পোশাক পরিয়ে কথিত ঊর্ধ্বতন কর্মকর্তা বানিয়ে ভাইবা নিতেন। সম্প্রতি জানতে পারি, প্রতারিত লোকজন টাকা দেওয়ার পর চাকরিতে নিয়োগ না পেয়ে টাকা ফেরত চাইলে চক্রটি তাদের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল।’
মাহফুজুল হক চৌধুরী আরও বলেন, এ ছাড়া আদিম যুগের পুরোনো পয়সা, ভুয়া এন্টিক পিলার ও তক্ষক বিষয়ে প্রতারণা করত চক্রটি। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ায় প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সার্কিট হাউসের পাশে তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, জালিয়াতি ও প্রতারণার কাজে ব্যবহৃত পয়সা পাওয়া গেছে। প্রতারক চক্রটির বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অপরাধ স্বীকার করেছেন। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী দাঁড়েরপাড়া গ্রামের রাশিদুল ইসলাম মিলন (৩৩), একই উপজেলার হোসেনাবাদ বড় মসজিদপাড়া এলাকার মফিজুল ইসলাম মামুন (৩২), তারাগুনিয়া ফারাকপুর গ্রামের মাহমুদুল হাসান শিশির (৩২), দাঁড়েরপাড়া এলাকার সোহেল রানা (৪০), কুষ্টিয়া সদরের বড় আইলচারা গ্রামের রেজাউল ইসলাম (৫২) ও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না উত্তরপাড়া গ্রামের জামাল উদ্দিন (৩২)।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানতে পারে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সার্কিট হাউসের পাশের তিন রাস্তার মোড়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র অবস্থান করছে। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করে তারা। তল্লাশি করে চক্রটির কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, জালিয়াতির ও প্রতারণা করার কাজে ব্যবহৃত পয়সাসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহফুজুল হক চৌধুরী বলেন, ‘প্রতারকেরা নিজেদের বিভিন্ন ডিফেন্স বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন। এই চক্রের হোতা রাশিদুল ইসলাম মিলন বিভিন্ন ব্যক্তিকে সাজিয়ে, বিভিন্ন বাহিনীর পোশাক পরিয়ে কথিত ঊর্ধ্বতন কর্মকর্তা বানিয়ে ভাইবা নিতেন। সম্প্রতি জানতে পারি, প্রতারিত লোকজন টাকা দেওয়ার পর চাকরিতে নিয়োগ না পেয়ে টাকা ফেরত চাইলে চক্রটি তাদের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল।’
মাহফুজুল হক চৌধুরী আরও বলেন, এ ছাড়া আদিম যুগের পুরোনো পয়সা, ভুয়া এন্টিক পিলার ও তক্ষক বিষয়ে প্রতারণা করত চক্রটি। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আপনারা লিখুন। মন খুলে লিখুন। আমরা কোনো কলম ভেঙে দিইনি, কোনো প্রেসে তালা দিইনি। কোনো গণমাধ্যমকর্মীকে চাকরিচ্যুত করা হলে সেই গণমাধ্যম অফিসের সামনে প্রতিবাদ করুন।’ তবে আওয়ামী লীগ আমলে গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে প্রতিবেদন দেওয়ার জন্য..
৩৩ মিনিট আগেহবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার ওপর দিনে হামলার পর রাতে তাঁর বাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় নেতা-কর্মীরা বিষয়টিকে পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন। হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
৩৮ মিনিট আগেফেনীর দাগনভূঞার পানিতে ডুবে নাফিজ (৯) ও ইয়াছিন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে দাগনভূঞা উপজেলার চণ্ডীপুর গ্রামের মোহাম্মদ আলী মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাফিজ একই বাড়ির মো. নেজামের ও ইয়াছিন মো. সাইফুলের ছেলে। এদিকে একই বাড়ির দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের
১ ঘণ্টা আগেসাতক্ষীরার তালা উপজেলায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৮) নামের এক কলেজছাত্রীর মারা যাওয়ার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে