কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সার্কিট হাউসের পাশে তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, জালিয়াতি ও প্রতারণার কাজে ব্যবহৃত পয়সা পাওয়া গেছে। প্রতারক চক্রটির বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অপরাধ স্বীকার করেছেন। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী দাঁড়েরপাড়া গ্রামের রাশিদুল ইসলাম মিলন (৩৩), একই উপজেলার হোসেনাবাদ বড় মসজিদপাড়া এলাকার মফিজুল ইসলাম মামুন (৩২), তারাগুনিয়া ফারাকপুর গ্রামের মাহমুদুল হাসান শিশির (৩২), দাঁড়েরপাড়া এলাকার সোহেল রানা (৪০), কুষ্টিয়া সদরের বড় আইলচারা গ্রামের রেজাউল ইসলাম (৫২) ও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না উত্তরপাড়া গ্রামের জামাল উদ্দিন (৩২)।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানতে পারে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সার্কিট হাউসের পাশের তিন রাস্তার মোড়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র অবস্থান করছে। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করে তারা। তল্লাশি করে চক্রটির কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, জালিয়াতির ও প্রতারণা করার কাজে ব্যবহৃত পয়সাসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহফুজুল হক চৌধুরী বলেন, ‘প্রতারকেরা নিজেদের বিভিন্ন ডিফেন্স বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন। এই চক্রের হোতা রাশিদুল ইসলাম মিলন বিভিন্ন ব্যক্তিকে সাজিয়ে, বিভিন্ন বাহিনীর পোশাক পরিয়ে কথিত ঊর্ধ্বতন কর্মকর্তা বানিয়ে ভাইবা নিতেন। সম্প্রতি জানতে পারি, প্রতারিত লোকজন টাকা দেওয়ার পর চাকরিতে নিয়োগ না পেয়ে টাকা ফেরত চাইলে চক্রটি তাদের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল।’
মাহফুজুল হক চৌধুরী আরও বলেন, এ ছাড়া আদিম যুগের পুরোনো পয়সা, ভুয়া এন্টিক পিলার ও তক্ষক বিষয়ে প্রতারণা করত চক্রটি। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ায় প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সার্কিট হাউসের পাশে তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, জালিয়াতি ও প্রতারণার কাজে ব্যবহৃত পয়সা পাওয়া গেছে। প্রতারক চক্রটির বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অপরাধ স্বীকার করেছেন। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী দাঁড়েরপাড়া গ্রামের রাশিদুল ইসলাম মিলন (৩৩), একই উপজেলার হোসেনাবাদ বড় মসজিদপাড়া এলাকার মফিজুল ইসলাম মামুন (৩২), তারাগুনিয়া ফারাকপুর গ্রামের মাহমুদুল হাসান শিশির (৩২), দাঁড়েরপাড়া এলাকার সোহেল রানা (৪০), কুষ্টিয়া সদরের বড় আইলচারা গ্রামের রেজাউল ইসলাম (৫২) ও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না উত্তরপাড়া গ্রামের জামাল উদ্দিন (৩২)।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানতে পারে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সার্কিট হাউসের পাশের তিন রাস্তার মোড়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র অবস্থান করছে। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করে তারা। তল্লাশি করে চক্রটির কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, জালিয়াতির ও প্রতারণা করার কাজে ব্যবহৃত পয়সাসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহফুজুল হক চৌধুরী বলেন, ‘প্রতারকেরা নিজেদের বিভিন্ন ডিফেন্স বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন। এই চক্রের হোতা রাশিদুল ইসলাম মিলন বিভিন্ন ব্যক্তিকে সাজিয়ে, বিভিন্ন বাহিনীর পোশাক পরিয়ে কথিত ঊর্ধ্বতন কর্মকর্তা বানিয়ে ভাইবা নিতেন। সম্প্রতি জানতে পারি, প্রতারিত লোকজন টাকা দেওয়ার পর চাকরিতে নিয়োগ না পেয়ে টাকা ফেরত চাইলে চক্রটি তাদের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল।’
মাহফুজুল হক চৌধুরী আরও বলেন, এ ছাড়া আদিম যুগের পুরোনো পয়সা, ভুয়া এন্টিক পিলার ও তক্ষক বিষয়ে প্রতারণা করত চক্রটি। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেচট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের বিরুদ্ধে নিজ ক্ষমতার বাইরে গিয়ে এবং সরকারি নীতিমালার তোয়াক্কা না করে সরকারি খাস জায়গা পাঁচ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছেন। ১০০ টাকার স্ট্যাম্পে একটি অস্থায়ী ভাড়ানামা চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে সরকারি এই জায়গা দেওয়া হয়েছে।
২৮ মিনিট আগে