জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার ভেরেন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কামরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ উদ্দিন আকতারের অভিযোগ, উত্তর ও দক্ষিণ পাশে বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাংশ জায়গা দখল করে ব্যবহার করছেন কামরুজ্জামান জুয়েল। আর বিদ্যালয়ের পশ্চিম পাশ দিয়ে কামরুজ্জামানের পাশাপাশি আনোয়ার হোসেন নামের আরেক ব্যক্তি জোরপূর্বক নিজেদের বাড়ির বাথরুমের নালা কেটে দিয়েছেন। এ নিয়ে কথা বলতে গেলে তাঁকে হুমকি দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক শেখ ফরিদ উদ্দিন আকতার বলেন, ‘বিদ্যালয়ের উত্তর ও দক্ষিণ পাশের প্রায় পাঁচ শতাংশ জায়গা দখল করে ব্যবহার করছেন কামরুজ্জামান জুয়েল। আর পশ্চিম পাশে আরও প্রায় এক শতক জায়গা দিয়ে কামরুজ্জামান জুয়েল ও আনোয়ার হোসেন নিজেদের বাড়ির বাথরুমের নালা কেটে দিয়েছেন। অবৈধভাবে দখল করে রাখা জায়গার বিষয়ে বলতে গেলে এবং পশ্চিম পাশের নালা সরাতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা আমাকে হুমকি দেন। এ ঘটনায় সহকারী কমিশনারের (ভূমি) কাছে দুটি লিখিত অভিযোগ এবং কালাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম বাবলুসহ কয়েকজন বলেন, বাথরুমের নোংরা পানি বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ায় পরিবেশ নোংরা হচ্ছে। নালা সরানোর উদ্যোগ নিলে জুয়েল, আনোয়ারসহ তাঁদের স্বজনেরা প্রধান শিক্ষককে হুমকি দেন। এটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন মন্তব্য করতে রাজি হননি। তবে কামরুজ্জামান জুয়েল দাবি করেন, অভিযোগ ভিত্তিহীন। বিদ্যালয়ের পাশে তাঁদের খলিয়ানে মৌসুমি ফসল কাটা-মাড়াই হয়। প্রতিষ্ঠান চাইলে জায়গা ঘিরে নিতে পারে, প্রয়োজনে কিছু জায়গা ছাড়তেও তাঁরা রাজি। নালা স্বাস্থ্যসম্মতভাবে নির্মাণে ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান তিনি।
কালাই সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জয়পুরহাটের কালাই উপজেলার ভেরেন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কামরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ উদ্দিন আকতারের অভিযোগ, উত্তর ও দক্ষিণ পাশে বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাংশ জায়গা দখল করে ব্যবহার করছেন কামরুজ্জামান জুয়েল। আর বিদ্যালয়ের পশ্চিম পাশ দিয়ে কামরুজ্জামানের পাশাপাশি আনোয়ার হোসেন নামের আরেক ব্যক্তি জোরপূর্বক নিজেদের বাড়ির বাথরুমের নালা কেটে দিয়েছেন। এ নিয়ে কথা বলতে গেলে তাঁকে হুমকি দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক শেখ ফরিদ উদ্দিন আকতার বলেন, ‘বিদ্যালয়ের উত্তর ও দক্ষিণ পাশের প্রায় পাঁচ শতাংশ জায়গা দখল করে ব্যবহার করছেন কামরুজ্জামান জুয়েল। আর পশ্চিম পাশে আরও প্রায় এক শতক জায়গা দিয়ে কামরুজ্জামান জুয়েল ও আনোয়ার হোসেন নিজেদের বাড়ির বাথরুমের নালা কেটে দিয়েছেন। অবৈধভাবে দখল করে রাখা জায়গার বিষয়ে বলতে গেলে এবং পশ্চিম পাশের নালা সরাতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা আমাকে হুমকি দেন। এ ঘটনায় সহকারী কমিশনারের (ভূমি) কাছে দুটি লিখিত অভিযোগ এবং কালাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম বাবলুসহ কয়েকজন বলেন, বাথরুমের নোংরা পানি বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ায় পরিবেশ নোংরা হচ্ছে। নালা সরানোর উদ্যোগ নিলে জুয়েল, আনোয়ারসহ তাঁদের স্বজনেরা প্রধান শিক্ষককে হুমকি দেন। এটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন মন্তব্য করতে রাজি হননি। তবে কামরুজ্জামান জুয়েল দাবি করেন, অভিযোগ ভিত্তিহীন। বিদ্যালয়ের পাশে তাঁদের খলিয়ানে মৌসুমি ফসল কাটা-মাড়াই হয়। প্রতিষ্ঠান চাইলে জায়গা ঘিরে নিতে পারে, প্রয়োজনে কিছু জায়গা ছাড়তেও তাঁরা রাজি। নালা স্বাস্থ্যসম্মতভাবে নির্মাণে ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান তিনি।
কালাই সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় সংসদে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীসহ বাদ পড়েছেন ১৯ প্রার্থী। অন্যদিকে হল সংসদ নির্বাচনে কোনো
২৮ মিনিট আগেবেতন-ভাতা বাড়ানোর দাবিতে পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী বেশ কিছু পরিবহনশ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। ফলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বেশির ভাগ পরিবহনের দূরপাল্লার বাস চলছে না।
১ ঘণ্টা আগেদিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে নৌকার পর নৌকা ভিড়ছে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাকড়শনে। এটি শামুকের আড়ত। সকাল থেকে এখানে শুরু হয় জমজমাট ক্রয়-বিক্রয়।
১ ঘণ্টা আগেদেশে মাদক আসা রোধ করতে স্থলপথে নজরদারি কড়াকড়ি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে স্থলসীমান্ত দিয়ে খুব বেশি সুবিধা করতে না পারায় সাগরপথেই মাদকের চালান আনছে চোরাকারবারিরা। সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মনে করছে, দেশে এখন মিয়ানমার থেকে যে মাদক আসছে, তার ৮০ শতাংশ সাগরপথ
১ ঘণ্টা আগে