গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলোচিত তিন সাঁওতাল হত্যা মামলার নারাজি শুনানি শেষ করেছেন আদালত। আজ বুধবার গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের বিচারিক আদালতে মামলার নারাজির ওপর শুনানির দিন ধার্য ছিল।
অন্যদিকে দুপুর ১২টা থেকে আদালত সংলগ্ন সড়কের সামনের ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটি।
মলার শুনানি শেষে আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, ‘আদালত নারাজির ওপর তিন দফা সময় পিছিয়ে দীর্ঘ শুনানি শেষ আজ করেছেন। আদেশের দিন পরবর্তীতে জানাবেন আদালত।’
আলোচিত তিন সাঁওতাল নাগরিক হত্যার বিচার, বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও সাঁওতালদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাঁওতাল ও স্থানীয় জনগোষ্ঠীর যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে বুধবার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালত সংলগ্ন উপজেলার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘সাঁওতাল হত্যাকাণ্ডে জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় কিন্তু তাঁদের গ্রেপ্তার করা হয় না। উল্টো তাঁরা ঘটনার এলাকায় গিয়ে বিভিন্ন সভা-সমাবেশ করেন। তাদের অবাধ বিচরণে সাঁওতালদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডের ৭ বছর পেরিয়ে গেলেও ঘটনার সঙ্গে জড়িতদের আজও গ্রেপ্তার করা হয়নি। মামলার মূল ১১ আসামিকে বাদ দিয়ে চার্জশিট দেওয়া হয়েছে। আসামিরা দম্ভের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন।’
সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—গাইবান্ধা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ আহ্বায়ক আইনজীবী সিরাজুল ইসলাম বাবু, আইনজীবী ফারুক কবির, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, সহ সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, কোষাধ্যক্ষ প্রিসিলা মুরমু ও মামলার বাদী থমাস হেমব্রম প্রমুখ।
উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ পুলিশকে সঙ্গে নিয়ে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ইক্ষু খামারে আখ কাটতে যান। এ সময় সাঁওতালেরা তাদের পৈতৃক সম্পত্তি দাবি করে বাধা দিলে পুলিশ সাঁওতালদের ওপর গুলি চালায়। এতে শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু নামে তিন সাঁওতাল জনগোষ্ঠীর যুবক নিহত হন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলোচিত তিন সাঁওতাল হত্যা মামলার নারাজি শুনানি শেষ করেছেন আদালত। আজ বুধবার গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের বিচারিক আদালতে মামলার নারাজির ওপর শুনানির দিন ধার্য ছিল।
অন্যদিকে দুপুর ১২টা থেকে আদালত সংলগ্ন সড়কের সামনের ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটি।
মলার শুনানি শেষে আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, ‘আদালত নারাজির ওপর তিন দফা সময় পিছিয়ে দীর্ঘ শুনানি শেষ আজ করেছেন। আদেশের দিন পরবর্তীতে জানাবেন আদালত।’
আলোচিত তিন সাঁওতাল নাগরিক হত্যার বিচার, বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও সাঁওতালদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাঁওতাল ও স্থানীয় জনগোষ্ঠীর যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে বুধবার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালত সংলগ্ন উপজেলার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘সাঁওতাল হত্যাকাণ্ডে জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় কিন্তু তাঁদের গ্রেপ্তার করা হয় না। উল্টো তাঁরা ঘটনার এলাকায় গিয়ে বিভিন্ন সভা-সমাবেশ করেন। তাদের অবাধ বিচরণে সাঁওতালদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডের ৭ বছর পেরিয়ে গেলেও ঘটনার সঙ্গে জড়িতদের আজও গ্রেপ্তার করা হয়নি। মামলার মূল ১১ আসামিকে বাদ দিয়ে চার্জশিট দেওয়া হয়েছে। আসামিরা দম্ভের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন।’
সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—গাইবান্ধা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ আহ্বায়ক আইনজীবী সিরাজুল ইসলাম বাবু, আইনজীবী ফারুক কবির, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, সহ সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, কোষাধ্যক্ষ প্রিসিলা মুরমু ও মামলার বাদী থমাস হেমব্রম প্রমুখ।
উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ পুলিশকে সঙ্গে নিয়ে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ইক্ষু খামারে আখ কাটতে যান। এ সময় সাঁওতালেরা তাদের পৈতৃক সম্পত্তি দাবি করে বাধা দিলে পুলিশ সাঁওতালদের ওপর গুলি চালায়। এতে শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু নামে তিন সাঁওতাল জনগোষ্ঠীর যুবক নিহত হন।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
১৪ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
১ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
১ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে