ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে রিজভি আহম্মেদ রাহাত (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা দেড়টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার চাঁদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
রিজভি আহম্মেদ রাহাত ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের হোমিও চিকিৎসক রজব আলীর ছেলে। সে সুজাপুর মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাহাত ও তার সহপাঠী নিরব, সৌমিক, শেখ সাদী সিজান, মাহাতাব মিলে চাঁদপাড়া এলাকায় বেড়াতে যায়। এ সময় গ্রামের পাশ দিয়ে প্রবাহিত যমুনার একটি শাখানদীতে তারা গোসল করতে নামে। একপর্যায়ে সহপাঠীরা উঠে এলেও রাহাতকে নদীর পানিতে দেখতে না পেয়ে চিৎকার করে এবং তাকে খুঁজতে থাকে। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে তাঁরাও নদীতে নেমে তাকে খুঁজতে থাকেন।
এদিকে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালায়। দীর্ঘ দুই ঘণ্টা প্রচেষ্টার পর বেলা সাড়ে ৩টায় স্থানীয় লোকজন রাহাতে মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ এসে রাহাতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।
ফায়ার সার্ভিসের ফুলবাড়ী স্টেশনমাস্টার মেহেদি হাসান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়ে রংপুর ডুবুরি দলকে খবর দিই। এরই মধ্যে স্থানীয়রা রাহাতের মরদেহ উদ্ধার করে।’
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধারের পর সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে রিজভি আহম্মেদ রাহাত (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা দেড়টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার চাঁদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
রিজভি আহম্মেদ রাহাত ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের হোমিও চিকিৎসক রজব আলীর ছেলে। সে সুজাপুর মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাহাত ও তার সহপাঠী নিরব, সৌমিক, শেখ সাদী সিজান, মাহাতাব মিলে চাঁদপাড়া এলাকায় বেড়াতে যায়। এ সময় গ্রামের পাশ দিয়ে প্রবাহিত যমুনার একটি শাখানদীতে তারা গোসল করতে নামে। একপর্যায়ে সহপাঠীরা উঠে এলেও রাহাতকে নদীর পানিতে দেখতে না পেয়ে চিৎকার করে এবং তাকে খুঁজতে থাকে। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে তাঁরাও নদীতে নেমে তাকে খুঁজতে থাকেন।
এদিকে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালায়। দীর্ঘ দুই ঘণ্টা প্রচেষ্টার পর বেলা সাড়ে ৩টায় স্থানীয় লোকজন রাহাতে মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ এসে রাহাতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।
ফায়ার সার্ভিসের ফুলবাড়ী স্টেশনমাস্টার মেহেদি হাসান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়ে রংপুর ডুবুরি দলকে খবর দিই। এরই মধ্যে স্থানীয়রা রাহাতের মরদেহ উদ্ধার করে।’
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধারের পর সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, গত বুধবার দুপুরে মাদ্রাসায় যাওয়ার পথে ওই শিশুকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখান সাগর মিয়া (২৭)। পরে কৌশলে তাকে ডেমরার করিম কলোনির এক পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
১ ঘণ্টা আগেপূর্ব সুন্দরবনে ঘুরতে এসে কচিখালী ডিমের চরসংলগ্ন সমুদ্রে গোসলে নেমে মাহিত আব্দুল্লাহ (১৬) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ বোমা মেরে উড়িয়ে দেওয়া, শিক্ষকদের মারধরের হুমকি এবং বহিরাগত ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের অভিযোগ তুলে শহীদ মিনারে আমরণ অনশনে বসেন কলেজের অধ্যক্ষ ড. আতাউর রহমান। তাঁর সঙ্গে বসেন শিক্ষকেরাও। আজ শনিবার বেলা ১টার দিকে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে ব্যানার টানিয়ে অনশনে বসেন
১ ঘণ্টা আগেআওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষার চেয়ে লঙ্ঘন বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী বেওয়াচ হোটেলের সম্মেলনকক্ষে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ নিয়ে পরামর্শক সভায় প্রধান অতিথির বক্তব্যে
২ ঘণ্টা আগে