সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ায় হাসান আলী (৩২) নামে এক যুবকের দেওয়া আগুনে দগ্ধ হয়ে স্ত্রী ও শ্যালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর মারা গিয়েছেন চাচিশাশুড়ি শিরিন আক্তারও (৫২)। গত শুক্রবার থেকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তাঁরা। আজ বৃহস্পতিবার মারা যান শিরিন। এ ঘটনায় নিহত গৃহবধূ শারমিনের ভাই শামীম বাদী হয়ে হাসান আলীকে আসামি করে সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হাসান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো।
গত শুক্রবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের পশ্চিম গওলা গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুজন হলেন সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের পশ্চিম গওলা গ্রামের আতাউর রহমানের মেয়ে শারমিন আক্তার (৩০) এবং তাঁর চাচাতো ভাই রুবেল মিয়া (২৮)। এ ঘটনায় শারমিন আক্তারের চাচি শিরিন আক্তার দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুরে তিনিও মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, সাটুরিয়া উপজেলার সাটুরিয়া সদর ইউনিয়নের পশ্চিম গওলা গ্রামের আতাউর রহমানের মেয়ে শারমিন আক্তারের সঙ্গে ১০ বছর আগে বিয়ে হয় পার্শ্ববর্তী ঢাকা জেলার ধামরাইয়ের রাজাপুর গ্রামের মো. হাসান আলীর। বিয়ের পর থেকেই স্ত্রী শারমিনের ওপর নির্যাতন চালানোর অভিযোগ ওঠে হাসানের বিরুদ্ধে। এ নিয়ে কয়েকবার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে পালিয়ে আসেন শারমিন। গত বৃহস্পতিবার বাড়িতে এসে স্বামীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন শারমিন আক্তার। এ খবর জানতে পেরে শুক্রবার সকালে মো. হাসান আলী গওলা গ্রামে শ্বশুরবাড়ি এসে স্ত্রীকে না পেয়ে খুঁজতে থাকেন। পরে পাশেই চাচাশ্বশুরের বাড়িতে ঢুকে স্ত্রীকে দেখে তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করেন। চাচিশাশুড়ি শিরিন আক্তার ও শ্যালক রুবেল মিয়া শারমিনকে বাঁচাতে এলে তাঁদের গায়েও পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন হাসান আলী। পরে আহত তিনজনকেই স্থানীয় প্রতিবেশীরা উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে তাঁদের উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
সাটুরিয়ার ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু বলেন, ওই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। স্ত্রী স্বামীকে তালাক দেবেন শুনে স্বামী হাসান আলী স্ত্রী শারমিনের গায়ে আগুন ধরিয়ে দেয়। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর চাচি ও চাচাতো ভাই আগুনে পুড়ে আহত হন। বুধবার শারমিন ও তাঁর চাচাতো ভাই রুবেল মারা গেছেন।
সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, নিহত শারমিনের ভাই শামীম বাদী হয়ে ঘটনার দিন রাতেই সাটুরিয়া থানায় একটি মামলা করেছেন। পরে এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। আসামি হাসান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গতকাল দুজন আর আজ বৃহস্পতিবার দুপুরে একজন মারা গেছেন।
মানিকগঞ্জের সাটুরিয়ায় হাসান আলী (৩২) নামে এক যুবকের দেওয়া আগুনে দগ্ধ হয়ে স্ত্রী ও শ্যালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর মারা গিয়েছেন চাচিশাশুড়ি শিরিন আক্তারও (৫২)। গত শুক্রবার থেকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তাঁরা। আজ বৃহস্পতিবার মারা যান শিরিন। এ ঘটনায় নিহত গৃহবধূ শারমিনের ভাই শামীম বাদী হয়ে হাসান আলীকে আসামি করে সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হাসান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো।
গত শুক্রবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের পশ্চিম গওলা গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুজন হলেন সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের পশ্চিম গওলা গ্রামের আতাউর রহমানের মেয়ে শারমিন আক্তার (৩০) এবং তাঁর চাচাতো ভাই রুবেল মিয়া (২৮)। এ ঘটনায় শারমিন আক্তারের চাচি শিরিন আক্তার দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুরে তিনিও মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, সাটুরিয়া উপজেলার সাটুরিয়া সদর ইউনিয়নের পশ্চিম গওলা গ্রামের আতাউর রহমানের মেয়ে শারমিন আক্তারের সঙ্গে ১০ বছর আগে বিয়ে হয় পার্শ্ববর্তী ঢাকা জেলার ধামরাইয়ের রাজাপুর গ্রামের মো. হাসান আলীর। বিয়ের পর থেকেই স্ত্রী শারমিনের ওপর নির্যাতন চালানোর অভিযোগ ওঠে হাসানের বিরুদ্ধে। এ নিয়ে কয়েকবার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে পালিয়ে আসেন শারমিন। গত বৃহস্পতিবার বাড়িতে এসে স্বামীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন শারমিন আক্তার। এ খবর জানতে পেরে শুক্রবার সকালে মো. হাসান আলী গওলা গ্রামে শ্বশুরবাড়ি এসে স্ত্রীকে না পেয়ে খুঁজতে থাকেন। পরে পাশেই চাচাশ্বশুরের বাড়িতে ঢুকে স্ত্রীকে দেখে তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করেন। চাচিশাশুড়ি শিরিন আক্তার ও শ্যালক রুবেল মিয়া শারমিনকে বাঁচাতে এলে তাঁদের গায়েও পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন হাসান আলী। পরে আহত তিনজনকেই স্থানীয় প্রতিবেশীরা উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে তাঁদের উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
সাটুরিয়ার ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু বলেন, ওই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। স্ত্রী স্বামীকে তালাক দেবেন শুনে স্বামী হাসান আলী স্ত্রী শারমিনের গায়ে আগুন ধরিয়ে দেয়। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর চাচি ও চাচাতো ভাই আগুনে পুড়ে আহত হন। বুধবার শারমিন ও তাঁর চাচাতো ভাই রুবেল মারা গেছেন।
সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, নিহত শারমিনের ভাই শামীম বাদী হয়ে ঘটনার দিন রাতেই সাটুরিয়া থানায় একটি মামলা করেছেন। পরে এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। আসামি হাসান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গতকাল দুজন আর আজ বৃহস্পতিবার দুপুরে একজন মারা গেছেন।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২৭ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩৪ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে