সৌগত বসু, ঢাকা
দীর্ঘ প্রতীক্ষার পর আজ শনিবার উদ্বোধন হতে যাচ্ছে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ। এর ফলে আগামীকাল রোববার থেকে মাত্র ৩১ মিনিটে উত্তরা থেকে মতিঝিল যাতায়াত করা যাবে। এ নিয়ে মানুষের আগ্রহ ও উচ্ছ্বাসের কমতি নেই।
আজ দুপুরে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর তিনি এই প্রকল্পের প্রথম অংশ (উত্তরা থেকে আগারগাঁও) উদ্বোধন করেছিলেন।
উত্তরা থেকে মতিঝিল রুটে যাতায়াত করা অনেক যাত্রীই আজকের পত্রিকার কাছে মেট্রোরেল নিয়ে তাঁদের উচ্ছ্বাস ব্যক্ত করেছেন। বাংলাদেশ ব্যাংকে কর্মরত অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক ইমতিয়াজুর রহমান বলেন, ‘পারিবারিক কারণে উত্তরা থাকতে হচ্ছে অনেক বছর ধরে। কিন্তু অফিস মতিঝিলে। প্রতিদিন প্রায় চার ঘণ্টার বেশি সময় রাস্তায় পার হয়। রোববার থেকে যেন একটু মুক্তি মিলবে।’
ইমতিয়াজুর বলেন, তিনি অনেক দিন ধরেই মেট্রোরেল মতিঝিল পর্যন্ত চলাচলের জন্য অপেক্ষা করছিলেন। এখন স্টেশনের কাছাকাছি ওই এলাকায় বাসা নিয়েছেন বলে জানান।
মেট্রোরেলের এই অংশের (আগারগাঁও থেকে মতিঝিল) চালু হওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সংবাদকর্মী সামছুর রহমান আদিল। তিনি বলেন, ‘জীবনটা যানজটে শেষ হয়ে যায়। রোববার থেকে একটু শান্তি পাব।’
আদিল বলেন, মাঝে মাঝে গুলিস্তান ও জাতীয় প্রেসক্লাবের আশপাশে তাঁর অ্যাসাইনমেন্ট থাকে। প্রতিদিন এসব জায়গায় আসতে তাঁর বাসা মিরপুর থেকে দেড় ঘণ্টার বেশি সময় লাগে। তবে এখন থেকে সকালে সেই সময়টা বাঁচবে। তাঁর বাসা থেকে শেওড়াপাড়া স্টেশন ১০ মিনিটের পথ। এরপর মেট্রোরেলে উঠলে ২৫ মিনিটের মধ্যে তিনি মতিঝিল এলাকায় পৌঁছাতে পারবেন। এর চেয়ে বড় চাওয়া ঢাকায় আর কী হতে পারে।
আদিলের মতো ধীরগতির শহর ঢাকায় বেশির ভাগ মানুষ বিরক্ত থাকে যানজট নিয়ে। এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন একজন যাত্রী দুই ঘণ্টার মধ্যে ৪৬ মিনিট যানজটে রাস্তায় পার করেন।
প্রতিদিন কারওয়ান বাজার যাতায়াত করেন ফারদিন সারোয়ার দিগন্ত। একটি সিএ ফার্মে ইন্টার্ন করা এই শিক্ষার্থী বলেন, যুদ্ধ করে ঢাকায় গন্তব্যে পৌঁছাতে হয়। এখন মাত্র ২৫ মিনিটে চলে আসা যাবে।
তবে বাসে যাতায়াতে শিক্ষার্থী হিসেবে অর্ধেক ভাড়া দিলেও মেট্রোরেলে এখন পর্যন্ত এমন কোনো পদ্ধতি চালু হয়নি। তাই ভাড়া কমানোর দাবি করেন তিনি।
সংবাদকর্মী আবু মোহাম্মদ মাছানী বলেন, তিনি প্রতিদিন প্রেসক্লাবে আসেন। উত্তরা বা মিরপুর থেকে প্রেসক্লাবে বাসে যেতে সময় লাগে গড়ে ১ ঘণ্টা ৪০ মিনিট, সিএনজিতেও একই রকম। আর মোটরসাইকেলে ৪৫ মিনিটের মতো, তবে ভাড়া অনেক। এখন আর সেই সমস্যা থাকবে না।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিটিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, শুক্রবার ব্যতীত প্রতিদিন মেট্রোরেল মতিঝিল থেকে উত্তরার মধ্যে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে ১০ মিনিট পর পর। মতিঝিল থেকে আগারগাঁওয়ের মধ্যে বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট স্টেশনে ট্রেন থামবে। বেলা সাড়ে ১১টার পর থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
মেট্রোরেলের ভাড়া
উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা। আর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ৪০ টাকা। মতিঝিল থেকে উত্তরা সেন্টার ও দক্ষিণ ৯০ টাকা, পল্লবী ৮০ টাকা, মিরপুর-১১ ৭০ টাকা, মিরপুর ১০ ও কাজীপাড়া ৬০ টাকা, শেওড়াপাড়া ও আগারগাঁও ৫০ টাকা, বিজয় সরণি ৪০ টাকা, ফার্মগেট ও কারওয়ান বাজার ৩০ টাকা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় ২০ টাকা।
অন্যদিকে ফার্মগেট থেকে মতিঝিলের ভাড়া ৩০ টাকা। মিরপুর ১০ নম্বর থেকে ফার্মগেট ৩০ টাকা ও কারওয়ান বাজার স্টেশনে ভাড়া লাগবে ৪০ টাকা। মিরপুর–১০ স্টেশন থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া ৫০ টাকা। মিরপুর-১০ থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনে যেতে ৬০ টাকা লাগবে। ফার্মগেট স্টেশন থেকে উঠে কারওয়ান বাজারে নামলেও এক স্টেশন থেকে আরেক স্টেশনের সর্বনিম্ন ২০ টাকা ভাড়া দিতে হবে। তবে একই ভাড়া দিয়ে যাওয়া যাবে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত। আর ফার্মগেট থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনের ভাড়া ৩০ টাকা।
২০১৩ সালে জাইকার সঙ্গে এই প্রকল্পের ঋণচুক্তি করে সরকার। ২০১৬ সালের ২৬ জুন এমআরটি লাইন-৬-এর নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৭ সালের ২ আগস্ট উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১২ কিলোমিটারের উড়ালপথ ও স্টেশন নির্মাণের আনুষ্ঠানিক শুরু হয়।
দীর্ঘ প্রতীক্ষার পর আজ শনিবার উদ্বোধন হতে যাচ্ছে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ। এর ফলে আগামীকাল রোববার থেকে মাত্র ৩১ মিনিটে উত্তরা থেকে মতিঝিল যাতায়াত করা যাবে। এ নিয়ে মানুষের আগ্রহ ও উচ্ছ্বাসের কমতি নেই।
আজ দুপুরে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর তিনি এই প্রকল্পের প্রথম অংশ (উত্তরা থেকে আগারগাঁও) উদ্বোধন করেছিলেন।
উত্তরা থেকে মতিঝিল রুটে যাতায়াত করা অনেক যাত্রীই আজকের পত্রিকার কাছে মেট্রোরেল নিয়ে তাঁদের উচ্ছ্বাস ব্যক্ত করেছেন। বাংলাদেশ ব্যাংকে কর্মরত অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক ইমতিয়াজুর রহমান বলেন, ‘পারিবারিক কারণে উত্তরা থাকতে হচ্ছে অনেক বছর ধরে। কিন্তু অফিস মতিঝিলে। প্রতিদিন প্রায় চার ঘণ্টার বেশি সময় রাস্তায় পার হয়। রোববার থেকে যেন একটু মুক্তি মিলবে।’
ইমতিয়াজুর বলেন, তিনি অনেক দিন ধরেই মেট্রোরেল মতিঝিল পর্যন্ত চলাচলের জন্য অপেক্ষা করছিলেন। এখন স্টেশনের কাছাকাছি ওই এলাকায় বাসা নিয়েছেন বলে জানান।
মেট্রোরেলের এই অংশের (আগারগাঁও থেকে মতিঝিল) চালু হওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সংবাদকর্মী সামছুর রহমান আদিল। তিনি বলেন, ‘জীবনটা যানজটে শেষ হয়ে যায়। রোববার থেকে একটু শান্তি পাব।’
আদিল বলেন, মাঝে মাঝে গুলিস্তান ও জাতীয় প্রেসক্লাবের আশপাশে তাঁর অ্যাসাইনমেন্ট থাকে। প্রতিদিন এসব জায়গায় আসতে তাঁর বাসা মিরপুর থেকে দেড় ঘণ্টার বেশি সময় লাগে। তবে এখন থেকে সকালে সেই সময়টা বাঁচবে। তাঁর বাসা থেকে শেওড়াপাড়া স্টেশন ১০ মিনিটের পথ। এরপর মেট্রোরেলে উঠলে ২৫ মিনিটের মধ্যে তিনি মতিঝিল এলাকায় পৌঁছাতে পারবেন। এর চেয়ে বড় চাওয়া ঢাকায় আর কী হতে পারে।
আদিলের মতো ধীরগতির শহর ঢাকায় বেশির ভাগ মানুষ বিরক্ত থাকে যানজট নিয়ে। এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন একজন যাত্রী দুই ঘণ্টার মধ্যে ৪৬ মিনিট যানজটে রাস্তায় পার করেন।
প্রতিদিন কারওয়ান বাজার যাতায়াত করেন ফারদিন সারোয়ার দিগন্ত। একটি সিএ ফার্মে ইন্টার্ন করা এই শিক্ষার্থী বলেন, যুদ্ধ করে ঢাকায় গন্তব্যে পৌঁছাতে হয়। এখন মাত্র ২৫ মিনিটে চলে আসা যাবে।
তবে বাসে যাতায়াতে শিক্ষার্থী হিসেবে অর্ধেক ভাড়া দিলেও মেট্রোরেলে এখন পর্যন্ত এমন কোনো পদ্ধতি চালু হয়নি। তাই ভাড়া কমানোর দাবি করেন তিনি।
সংবাদকর্মী আবু মোহাম্মদ মাছানী বলেন, তিনি প্রতিদিন প্রেসক্লাবে আসেন। উত্তরা বা মিরপুর থেকে প্রেসক্লাবে বাসে যেতে সময় লাগে গড়ে ১ ঘণ্টা ৪০ মিনিট, সিএনজিতেও একই রকম। আর মোটরসাইকেলে ৪৫ মিনিটের মতো, তবে ভাড়া অনেক। এখন আর সেই সমস্যা থাকবে না।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিটিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, শুক্রবার ব্যতীত প্রতিদিন মেট্রোরেল মতিঝিল থেকে উত্তরার মধ্যে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে ১০ মিনিট পর পর। মতিঝিল থেকে আগারগাঁওয়ের মধ্যে বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট স্টেশনে ট্রেন থামবে। বেলা সাড়ে ১১টার পর থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
মেট্রোরেলের ভাড়া
উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা। আর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ৪০ টাকা। মতিঝিল থেকে উত্তরা সেন্টার ও দক্ষিণ ৯০ টাকা, পল্লবী ৮০ টাকা, মিরপুর-১১ ৭০ টাকা, মিরপুর ১০ ও কাজীপাড়া ৬০ টাকা, শেওড়াপাড়া ও আগারগাঁও ৫০ টাকা, বিজয় সরণি ৪০ টাকা, ফার্মগেট ও কারওয়ান বাজার ৩০ টাকা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় ২০ টাকা।
অন্যদিকে ফার্মগেট থেকে মতিঝিলের ভাড়া ৩০ টাকা। মিরপুর ১০ নম্বর থেকে ফার্মগেট ৩০ টাকা ও কারওয়ান বাজার স্টেশনে ভাড়া লাগবে ৪০ টাকা। মিরপুর–১০ স্টেশন থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া ৫০ টাকা। মিরপুর-১০ থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনে যেতে ৬০ টাকা লাগবে। ফার্মগেট স্টেশন থেকে উঠে কারওয়ান বাজারে নামলেও এক স্টেশন থেকে আরেক স্টেশনের সর্বনিম্ন ২০ টাকা ভাড়া দিতে হবে। তবে একই ভাড়া দিয়ে যাওয়া যাবে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত। আর ফার্মগেট থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনের ভাড়া ৩০ টাকা।
২০১৩ সালে জাইকার সঙ্গে এই প্রকল্পের ঋণচুক্তি করে সরকার। ২০১৬ সালের ২৬ জুন এমআরটি লাইন-৬-এর নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৭ সালের ২ আগস্ট উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১২ কিলোমিটারের উড়ালপথ ও স্টেশন নির্মাণের আনুষ্ঠানিক শুরু হয়।
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
১৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৩২ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৩৩ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে