ঢাবি প্রতিনিধি
নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে সাংবাদিকদের ওপর হামলার বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকা কলেজের প্রধান ফটোকে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি এক মানববন্ধনের আয়োজন করে।
সাংবাদিক সমিতির নেতারা দাবি জানিয়েছেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছবি ও ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। মানববন্ধনে অংশ নেন সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহকালে আহত সাংবাদিক ও ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নেতা কর্মীরা।
বক্তারা বলেন, বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে পুলিশের সামনেই সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে। কিন্তু পুলিশ নীরব ভূমিকায় ছিল। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা চালানো সন্ত্রাসীরা দেশ, জাতি ও সরকারের শত্রু। এর জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানান বক্তারা।
একই সঙ্গে সাংবাদিক হামলার ঘটনায় সাংবাদিক সংগঠন, গণমাধ্যম অফিস ও মালিকপক্ষের নীরব ভূমিকার সমালোচনা করেন বক্তার।
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি এ জেড ভূঁইয়া আনাস, সাবেক সভাপতি বিল্লাল হোসেন সাগর, নাজমুস সাকিব, সাবেক সহসভাপতি কেফায়েত শাকিল প্রমুখ।
এ জেড ভূঁইয়া আনাস বলেন, ‘শুধু নিউমার্কেট এলাকায় সাংবাদিকদের ওপর হামলার করা হয়েছে বিষয়টি এমন নয়। নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে উভয় পক্ষই টার্গেট করে সাংবাদিকদের ওপর হামলা চালায়। কিন্তু সাংবাদিক নির্যাতনের কোন বিচার হয় না বলেই সবাই সাহস পেয়ে যাচ্ছে। গত তিন দিন ধরে নিউমার্কেট এলাকায় প্রায় ২০ জন সাংবাদিক আহত হয়েছে।’
আনাস আরও বলেন, ‘যারা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। অতীতে সাগর-রুনিসহ যেসব সাংবাদিককে হত্যা করা হয়েছে কিংবা আহত হয়েছে তাদের যেসব বিচার চলমান তা অতি দ্রুত শেষ করতে হবে।’
ভূঁইয়া আনাস বলেন, প্রয়োজনে আদালত গঠন করে বিচারকার্য পরিচালনা করতে হবে। যদি এ হামলার বিচারকার্য সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করা না যায় তাহলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ (গণমাধ্যম) ভেঙে পড়বে। গণমাধ্যম ভেঙে পড়লে এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে উল্লেখ করেন তিনি।
নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে সাংবাদিকদের ওপর হামলার বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকা কলেজের প্রধান ফটোকে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি এক মানববন্ধনের আয়োজন করে।
সাংবাদিক সমিতির নেতারা দাবি জানিয়েছেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছবি ও ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। মানববন্ধনে অংশ নেন সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহকালে আহত সাংবাদিক ও ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নেতা কর্মীরা।
বক্তারা বলেন, বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে পুলিশের সামনেই সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে। কিন্তু পুলিশ নীরব ভূমিকায় ছিল। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা চালানো সন্ত্রাসীরা দেশ, জাতি ও সরকারের শত্রু। এর জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানান বক্তারা।
একই সঙ্গে সাংবাদিক হামলার ঘটনায় সাংবাদিক সংগঠন, গণমাধ্যম অফিস ও মালিকপক্ষের নীরব ভূমিকার সমালোচনা করেন বক্তার।
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি এ জেড ভূঁইয়া আনাস, সাবেক সভাপতি বিল্লাল হোসেন সাগর, নাজমুস সাকিব, সাবেক সহসভাপতি কেফায়েত শাকিল প্রমুখ।
এ জেড ভূঁইয়া আনাস বলেন, ‘শুধু নিউমার্কেট এলাকায় সাংবাদিকদের ওপর হামলার করা হয়েছে বিষয়টি এমন নয়। নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে উভয় পক্ষই টার্গেট করে সাংবাদিকদের ওপর হামলা চালায়। কিন্তু সাংবাদিক নির্যাতনের কোন বিচার হয় না বলেই সবাই সাহস পেয়ে যাচ্ছে। গত তিন দিন ধরে নিউমার্কেট এলাকায় প্রায় ২০ জন সাংবাদিক আহত হয়েছে।’
আনাস আরও বলেন, ‘যারা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। অতীতে সাগর-রুনিসহ যেসব সাংবাদিককে হত্যা করা হয়েছে কিংবা আহত হয়েছে তাদের যেসব বিচার চলমান তা অতি দ্রুত শেষ করতে হবে।’
ভূঁইয়া আনাস বলেন, প্রয়োজনে আদালত গঠন করে বিচারকার্য পরিচালনা করতে হবে। যদি এ হামলার বিচারকার্য সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করা না যায় তাহলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ (গণমাধ্যম) ভেঙে পড়বে। গণমাধ্যম ভেঙে পড়লে এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে উল্লেখ করেন তিনি।
মোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
১২ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
২৬ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
৪৩ মিনিট আগে