নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা মামলায় সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানসহ দুজনের নামে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অপরজন হলেন শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান।
আজ রোববার দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
আক্তার হোসেন বলেন, দুদকের করা মামলার তদন্তে তাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও পদোন্নতি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের প্রমাণ পাওয়া গেছে। যথাযথ প্রমাণ থাকায় এ মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন। শিগগির আদালতে চার্জশিট দাখিল করা হবে।
অভিযোগপত্রের সূত্রে জানা যায়, আসামি মন্নুজান সুফিয়ান ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শ্রম অধিদপ্তরের উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে ডিপিসির সুপারিশকৃত মেধা তালিকার ৩ নম্বর ক্রমিকে থাকা শামীমা সুলতানা বারীকে বাদ দিয়ে তালিকায় ১৬ নম্বর ক্রমিকে থাকা মিজানুর রহমানকে পদোন্নতি দেন।
চার্জশিটে মন্নুজান সুফিয়ান ও মিজানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়।
গত ৫ ফেব্রুয়ারি শ্রম অধিদপ্তরের দুই পদে পদোন্নতির অভিযোগে মন্নুজান সুফিয়ানের নামে পৃথক দুটি মামলা করে দুদক। একটি মামলায় শ্রম অধিদপ্তরের পরিচালক পদে পদোন্নতি পাওয়া মিজানুর রহমান ও অপর মামলায় উপমহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়া আবদুল্লাহ আল সাকিব মুবাররাতকে আসামি করা হয়।
একইভাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক থেকে উপমহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে ডিপিসির পদোন্নতির জন্য সুপারিশ করা যোগ্য প্রার্থী জোবেদা খাতুনকে বাদ দিয়ে তালিকার ৪৮ নম্বর ক্রমিকে থাকা আবদুল্লাহ আল সাকিব মুবাররাতকে পদোন্নতি দেওয়া হয়।
মামলা হলেও এই মামলায় এখনো চার্জশিট দেয়নি দুদক।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।
সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২১ অক্টোবর সাবেক এই প্রতিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। তাঁর ভাই শাহাবুদ্দিন আহমেদ, ভাইয়ের মেয়ে শামীমা সুলতানা ও আত্মীয় এ এম ইয়াছিনের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়।
পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা মামলায় সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানসহ দুজনের নামে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অপরজন হলেন শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান।
আজ রোববার দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
আক্তার হোসেন বলেন, দুদকের করা মামলার তদন্তে তাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও পদোন্নতি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের প্রমাণ পাওয়া গেছে। যথাযথ প্রমাণ থাকায় এ মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন। শিগগির আদালতে চার্জশিট দাখিল করা হবে।
অভিযোগপত্রের সূত্রে জানা যায়, আসামি মন্নুজান সুফিয়ান ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শ্রম অধিদপ্তরের উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে ডিপিসির সুপারিশকৃত মেধা তালিকার ৩ নম্বর ক্রমিকে থাকা শামীমা সুলতানা বারীকে বাদ দিয়ে তালিকায় ১৬ নম্বর ক্রমিকে থাকা মিজানুর রহমানকে পদোন্নতি দেন।
চার্জশিটে মন্নুজান সুফিয়ান ও মিজানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়।
গত ৫ ফেব্রুয়ারি শ্রম অধিদপ্তরের দুই পদে পদোন্নতির অভিযোগে মন্নুজান সুফিয়ানের নামে পৃথক দুটি মামলা করে দুদক। একটি মামলায় শ্রম অধিদপ্তরের পরিচালক পদে পদোন্নতি পাওয়া মিজানুর রহমান ও অপর মামলায় উপমহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়া আবদুল্লাহ আল সাকিব মুবাররাতকে আসামি করা হয়।
একইভাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক থেকে উপমহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে ডিপিসির পদোন্নতির জন্য সুপারিশ করা যোগ্য প্রার্থী জোবেদা খাতুনকে বাদ দিয়ে তালিকার ৪৮ নম্বর ক্রমিকে থাকা আবদুল্লাহ আল সাকিব মুবাররাতকে পদোন্নতি দেওয়া হয়।
মামলা হলেও এই মামলায় এখনো চার্জশিট দেয়নি দুদক।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।
সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২১ অক্টোবর সাবেক এই প্রতিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। তাঁর ভাই শাহাবুদ্দিন আহমেদ, ভাইয়ের মেয়ে শামীমা সুলতানা ও আত্মীয় এ এম ইয়াছিনের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়।
সোমবার মধ্যরাতে নারিকেলবাগ এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনের চিকিৎসা চলছে।
১ সেকেন্ড আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় সংসদে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীসহ বাদ পড়েছেন ১৯ প্রার্থী। অন্যদিকে হল সংসদ নির্বাচনে কোনো
৬ ঘণ্টা আগেবেতন-ভাতা বাড়ানোর দাবিতে পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী বেশ কিছু পরিবহনশ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। ফলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বেশির ভাগ পরিবহনের দূরপাল্লার বাস চলছে না।
৬ ঘণ্টা আগেদিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে নৌকার পর নৌকা ভিড়ছে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাকড়শনে। এটি শামুকের আড়ত। সকাল থেকে এখানে শুরু হয় জমজমাট ক্রয়-বিক্রয়।
৬ ঘণ্টা আগে