Ajker Patrika

২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স সার্ভিসের ভেতরে ৩০০ ফেনসিডিল

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স সার্ভিসের ভেতরে ৩০০ ফেনসিডিল

মাইক্রোবাসের গায়ে লাল রঙে বড় করে লেখা ‘২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস’। নামে অ্যাম্বুলেন্স হলেও রোগী ওঠে না এই গাড়িতে। দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করাই এই অ্যাম্বুলেন্সের কাজ।

সাভারে অভিযান চালিয়ে এমন একটি অ্যাম্বুলেন্সে ২৯৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। অ্যাম্বুলেন্সটি রোগী পরিবহনের অযোগ্য ছিল বলে জানিয়েছে আশুলিয়া থানা-পুলিশ।

আজ শনিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়া থানাধীন গণকবাড়ি বলিভদ্র এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—লালমনিরহাট জেলার কারিমুল ইসলাম (৩২) ও নুর মোহাম্মদ (২৮)। তাদের বাড়ি লালমনিরহাট জেলায় বলে জানা গেছে।

জব্দকৃত অ্যাম্বুলেন্সর‍্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আসামিরা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।

অ্যাম্বুলেন্স সম্পর্কে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘অ্যাম্বুলেন্সের পরিস্থিতি দেখলেই বোঝা যায়, এটি রোগী পরিবহনের অযোগ্য। ভেতরে রোগী বসা বা শোয়ার তেমন সুযোগ নেই। অ্যাম্বুলেন্সের ভেতরে বিভিন্ন স্থানে ফেনসিডিল ঢোকানো ছিল। প্রাথমিকভাবে নিশ্চিত যে মাদক পরিবহনের উদ্দেশ্যেই এই অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। গ্রেপ্তারকৃত ড্রাইভার কারিমুল ইসলামের মামার গাড়ি এটি। এর আগে কখনো রোগী পরিবহনে এটি ব্যবহৃত হয়েছে কিনা জানা যায়নি। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত