Ajker Patrika

পদ্মা সেতুতে যানবাহনের বাড়তি চাপ নেই

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২২, ১২: ১৫
পদ্মা সেতুতে যানবাহনের বাড়তি চাপ নেই

পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এখনো ঈদে ঘরমুখী মানুষের বাড়তি চাপ নেই। ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি থাকলেও এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পদ্মা সেতুতেও যানবাহনের বাড়তি কোনো চাপ নেই।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মা সেতুতে অন্যান্য দিনের মতো আজও যানবাহনের চাপ স্বাভাবিক। ঈদে ঘরমুখী যাত্রীদের যাত্রা এখনো শুরু হয়নি বলে মনে হয়।’

অন্যদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের যানবাহনের চলাচলও স্বাভাবিক। হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, এক্সপ্রেসওয়েতে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। কোনো চাপ নেই, অতিরিক্ত কোনো যানও দেখা যাচ্ছে না। 

এদিকে গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ১৬ হাজার ৭০৯টি। আর টোল আদায় হয়েছে ২ কোটি ৪২ লাখ ৩ হাজার ৭৫০ টাকা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত