Ajker Patrika

‘পর্যটন সাংবাদিক সংবর্ধনা’ পেলেন ১৪ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘পর্যটন সাংবাদিক সংবর্ধনা’ পেলেন ১৪ জন

‘পর্যটন সাংবাদিক সংবর্ধনা’ পেলেন বিভিন্ন সংবাদমাধ্যমের ১৪ জন প্রতিবেদক। আজকের পত্রিকার প্রতিবেদক সাইফুল মাসুমসহ ১৪ জনকে এই সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ টুরিজম এক্সপ্লোরারস অ্যাসোসিয়েশন। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বিটিইএ পর্যটন সাংবাদিক সংবর্ধনা-২০২১’ দেওয়া হয়। 

আয়োজকেরা জানিয়েছেন, দেশের পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এই সংবর্ধনা দেওয়া হয়েছে। 

সংবর্ধনা পেয়েছেন—ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সোহেল রানা, বাংলাভিশনের কেফায়েত উল্লাহ চৌধুরী, বাংলা টিভির মো. আসাদ রিয়েল, দেশ টিভির আনোয়ার হোসেন, স্পাইস টিভি নাঈম-উল-ইসলাম, সময় টিভির রাশেদ বাপ্পী, প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে দৈনিক সমকালের গোলাম কিবরিয়া, দৈনিক আজকের পত্রিকার সাইফুল মাসুম, দি মেসেজ বাংলাদেশের কাজী মোহিনী ইসলাম, অনলাইন ক্যাটাগরিতে বাংলানিউজ ২৪. কমের মিরাজ মাহবুব ইফতি, ঢাকা পোস্ট. কমের আদনান রহমান, লাইফ-স্টাইল টুরিজম ক্যাটাগরিতে দৈনিক সমকালের তৌহিদুল ইসলাম তুষার, সলো ট্রাভেল ফিচার রাইটার ক্যাটাগরিতে রোদেলা নীলা ও স্পেশাল ক্যাটাগরিতে পেয়েছেন লেখিকা কামরুন নাহার বীথি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, গ্লোবাল টেলিভিশনের সিইও ও প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টুরিজম এক্সপ্লোরারস অ্যাসোসিয়েশনের (বিটিইএ) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত