Ajker Patrika

বাজারে এল আরও ৩ বিটিআই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২১: ৪১
বাজারে এল আরও ৩ বিটিআই

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জৈব কীটনাশক বিটিআই নিয়ে বিতর্কের পর বাজারে এল আরও তিন ধরনের বিটিআই। এগুলো হচ্ছে ভেক্সটোম্যাক্স ডব্লিউএসপি, ভেক্টোব্যাক ডব্লিউডিজি, ভেক্টোব্যাক ডিটি। আমেরিকান কোম্পানি ভ্যালেন্ট বায়োসায়েন্সের তৈরি এই তিন ধরনের বিটিআই বাংলাদেশে বাজারজাত করবে বেসরকারি কোম্পানি সেফওয়ে পেস্ট কন্ট্রোল।

আজ সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এডিস মশা নির্মূলে বিটিআই সম্পর্কে তথ্য তুলে ধরা হয়। ভ্যালেন্ট বায়োসায়েন্সের পরিচালক জেসন ডেভিড ক্লার্ক তাঁদের বিটিআই পণ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কোম্পানির এশিয়া-প্যাসিফিকের হেলথ ম্যানেজার সেলিনা বেঞ্জামিন উপস্থিত সবার সামনে বিটিআই পণ্য ব্যবহারের একটি ডেমো প্রদর্শন করেন।

সেফওয়ে পেস্ট কন্ট্রোলের ব্যবস্থাপনা পরিচালক জাহাদ ঠাকুর বলেন, ‘ইতিমধ্যে সেফওয়ে পেস্ট কন্ট্রোল লিমিটেড কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ শাখা থেকে পরীক্ষিত এবং রেজিস্ট্রেশন প্রাপ্ত। এই বিটিআই পৃথিবীর ৬৬ দেশ মশা নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাংলাদেশেও এই জৈব কীটনাশক ব্যবহার করে মশা নির্মূলে কাজ করবে কোম্পানিটি। এর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ করছে তারা।’

নতুন এই বিটিআই এর দামের কথা জিজ্ঞেস করলে জাহাদ ঠাকুর তাঁর উত্তর দেননি। তিনি বলেন, ‘এটা আন্তর্জাতিক মানের জৈব কীটনাশক, আসল বিটিআই।’ সেফওয়ে পেস্ট কন্ট্রোলের পরিচালক দিলারা লুইজা ঠাকুরও তাঁদের বিটিআই বেশ মানসম্পন্ন বলে জানান।

জানা গেছে, বিটিআই কীটনাশকের পুরো নাম বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস। এই জৈব কীটনাশক এডিস মশার লার্ভা মারতে সাধারণত পানিতে ছিটানো হয়।

কীটতত্ত্ববিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো স্থানে যখন বিটিআই প্রয়োগ করা হয়, তখন মশার লার্ভা সেটিকে খাবার হিসেবে গ্রহণ করে। এটি থেকে নির্গত বিষক্রিয়ায় মশার খাদ্যনালির কোষগুলো ফুলে ফেটে যায়। যার কারণে লার্ভার অন্ত্রের প্রাচীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মারা যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত