মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান বাজারের একটি মন্দিরের জানালার পর্দায় আগুন ও দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান বাজারের উত্তর পাশে সারপট্টি এলাকায় মন্দিরটিতে এ ঘটনা ঘটে।
সিরাজদিখান বাজারের শ্রীশ্রী মা কালী দুর্গামন্দিরের সেবায়েত বেনু বিশ্বাস বলেন, ‘আজ (শনিবার) সকালে মন্দিরে গিয়ে দেখি, জানালার পর্দাগুলো পোড়া এবং দানবাক্সের তালা ভাঙা। দানবাক্সে থাকা ৩-৪ হাজার টাকা নিয়ে গেছে। বিষয়টি আমি মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যদের জানিয়েছি।’
মন্দির কমিটির সভাপতি শুনীল চন্দ্র পাল বলেন, ‘রাতের আঁধারে দুর্বৃত্তরা মন্দিরের জানালার পর্দায় আগুন লাগায় এবং দানবাক্স ভেঙে টাকা নিয়ে যায়। এই কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের বের করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
সিরাজদিখান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন বলেন, ‘কিছু দুর্বৃত্ত এই মন্দিরে অগ্নিসংযোগ করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মন্দিরে হালকা আগুন দেওয়া ও কিছু টাকা চুরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
মুন্সিগঞ্জের সিরাজদিখান বাজারের একটি মন্দিরের জানালার পর্দায় আগুন ও দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান বাজারের উত্তর পাশে সারপট্টি এলাকায় মন্দিরটিতে এ ঘটনা ঘটে।
সিরাজদিখান বাজারের শ্রীশ্রী মা কালী দুর্গামন্দিরের সেবায়েত বেনু বিশ্বাস বলেন, ‘আজ (শনিবার) সকালে মন্দিরে গিয়ে দেখি, জানালার পর্দাগুলো পোড়া এবং দানবাক্সের তালা ভাঙা। দানবাক্সে থাকা ৩-৪ হাজার টাকা নিয়ে গেছে। বিষয়টি আমি মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যদের জানিয়েছি।’
মন্দির কমিটির সভাপতি শুনীল চন্দ্র পাল বলেন, ‘রাতের আঁধারে দুর্বৃত্তরা মন্দিরের জানালার পর্দায় আগুন লাগায় এবং দানবাক্স ভেঙে টাকা নিয়ে যায়। এই কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের বের করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
সিরাজদিখান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন বলেন, ‘কিছু দুর্বৃত্ত এই মন্দিরে অগ্নিসংযোগ করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মন্দিরে হালকা আগুন দেওয়া ও কিছু টাকা চুরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে মো. মর্তুজ আলী (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মো. মর্তুজ আলী উপজেলার রতনপুর গ্রামের ইব্রাহিম উল্লার ছেলে। এ ছাড়াও গাদিশাল গ্রামের ফারুক মিয়ার বাড়িতে বজ্রপাতে একটি গাভি ও বাছুর মারা গেছে। আজ শনিবার (১৭ মে) বেলা ৩টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে।
৪ মিনিট আগেঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেসের যাত্রাপথে সংযোগ হুক ভেঙে বগি রেখে ইঞ্জিন চলে গেছে অন্য স্টেশনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে শ্যামগঞ্জ স্টেশন থেকে ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশে ছাড়ার পর চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ইঞ্জিনটি একটি বগিসহ...
৯ মিনিট আগেকুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রায় চার মাস আগে প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারকে নিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে তাঁকে বরখাস্ত করা হয়। আজ শনিবার (১৭ মে) জেলা প্রাথমিক শিক্ষা
৯ মিনিট আগেমনু মিয়া ‘শেষ ঠিকানার কারিগর’। মনের গহীনে পরম দরদ আর অপার ভালোবাসা দিয়ে তিনি সাজান মুসলিম সম্প্রদায়ের শেষ ঠিকানা—কবর। কারও মৃত্যু সংবাদ কানে আসামাত্রই কুন্তি, কোদাল, ছুরি, করাত, দা, ছেনাসহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ছুটে যান কবরস্থানে। মানুষের অন্তিম যাত্রায় একান্ত সহযাত্রীর মতো বাড়িয়ে দেন...
১৪ মিনিট আগে