Ajker Patrika

প্রদীপের মামলা বাতিলের আবেদন হাইকোর্টে খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রদীপের মামলা বাতিলের আবেদন হাইকোর্টে খারিজ

বরখাস্ত হওয়া ওসি প্রদীপের বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি মহি উদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন।

এর ফলে প্রদীপের বিরুদ্ধে বিচারিক আদালতে দুর্নীতির মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ৩০ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের মামলার অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে আবেদন করেন প্রদীপের আইনজীবী। আজ উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট।

২০২০ সালের ২৩ আগস্ট দুদক প্রদীপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। গত বছরের ২৬ জুলাই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ১৫ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত অভিযোগ গঠনের আদেশ দেন। এরপর অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন প্রদীপ। 

আদালতে ওসি প্রদীপের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। 

উল্লেখ্য, মেজর (অব.) সিনহা মো. রাশেদ হত্যা হামলায় আরও কয়েকজনের সঙ্গে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। অন্য আসামিদের সঙ্গে তিনি এখন কারাগারে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত