নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ব্যয়ভার বহনে বিধি প্রণয়ন করতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেওয়া কুড়িগ্রামের এক শিশুর ব্যয়ভার বহনের জন্য কেন নির্দেশনা দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।
এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ এই রুল জারি করেন।
আইন, জনপ্রশাসন, নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, কুড়িগ্রামের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। সঙ্গে ছিলেন ইশরাত হাসান।
আজিজুর রহমান দুলু বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৩ (২) ধারায় বলা আছে, ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ব্যয়ভার বিধি দ্বারা নির্ধারিত হবে। কিন্তু দীর্ঘ সময়েও ওই বিধি তৈরি করা হয়নি। তাই বিধি করার বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছেন আদালত।
আজিজুর রহমান বলেন, ২০১০ সালে কুড়িগ্রামে ধর্ষণের শিকার এক নারী মামলা করলে দীর্ঘ ১১ বছর পর রায় হয়। রায়ে আদালত আসামি খয়ের আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সেই সঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেওয়া ওই কন্যাশিশুর যাবতীয় ব্যয়ভার বহন করার নির্দেশ দেওয়া হয় সরকারকে। কিন্তু কোনো বিধিমালা না থাকার কারণে সরকার শিশুর ব্যয়ভার বহন করেনি। কুড়িগ্রামের ডিসি শিশুটিকে এতিমখানায় দেওয়ারও চেষ্টা করেন। তাই গত ১৩ ফেব্রুয়ারি রিট করা হয়।
ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ব্যয়ভার বহনে বিধি প্রণয়ন করতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেওয়া কুড়িগ্রামের এক শিশুর ব্যয়ভার বহনের জন্য কেন নির্দেশনা দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।
এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ এই রুল জারি করেন।
আইন, জনপ্রশাসন, নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, কুড়িগ্রামের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। সঙ্গে ছিলেন ইশরাত হাসান।
আজিজুর রহমান দুলু বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৩ (২) ধারায় বলা আছে, ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ব্যয়ভার বিধি দ্বারা নির্ধারিত হবে। কিন্তু দীর্ঘ সময়েও ওই বিধি তৈরি করা হয়নি। তাই বিধি করার বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছেন আদালত।
আজিজুর রহমান বলেন, ২০১০ সালে কুড়িগ্রামে ধর্ষণের শিকার এক নারী মামলা করলে দীর্ঘ ১১ বছর পর রায় হয়। রায়ে আদালত আসামি খয়ের আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সেই সঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেওয়া ওই কন্যাশিশুর যাবতীয় ব্যয়ভার বহন করার নির্দেশ দেওয়া হয় সরকারকে। কিন্তু কোনো বিধিমালা না থাকার কারণে সরকার শিশুর ব্যয়ভার বহন করেনি। কুড়িগ্রামের ডিসি শিশুটিকে এতিমখানায় দেওয়ারও চেষ্টা করেন। তাই গত ১৩ ফেব্রুয়ারি রিট করা হয়।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেছেন, ‘কুলাঙ্গার বিচারপতি এ বি এম খায়রুল হক, সৈয়দ মাহমুদ হোসেন ও মানিকেরা বিচারব্যবস্থা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটি অনাস্থার পরিবেশ সৃষ্টি করেছিল। মুক্তিযুদ্ধের চেতনার নামে যে ধরনের বিচারব্যবস্থ
২৬ মিনিট আগেস্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কৃষক আলুর দাম পাচ্ছে না, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’ শনিবার (৬ আগস্ট) বিকেল মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সদ্য স্থাপিত গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েমের অবস্থার উন্নতি হয়েছে। সাত দিন ধরে লাইফ সাপোর্টে থাকার পর আজ শনিবার মা-বাবা বলে ডাক দিয়েছেন সায়েম।
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামগামী ৪ ডাউন কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
২ ঘণ্টা আগে