কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
নিপীড়িত রোহিঙ্গাদের কথা শুনতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি করিম এ এ খান কিউসি ঢাকায় এসেছেন। ঢাকায় এসেই তিনি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন।
আইসিসি এর এক টুইটে জানানো হয়েছে, বাংলাদেশে এসেই পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দের কথা জানান করিম এ এ খান। দীর্ঘ এক সপ্তাহের এ সফরে বাংলাদেশ ও মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে বাংলাদেশের কর্তৃপক্ষ, আক্রান্ত ও টিকে থাকা জনগোষ্ঠীর সঙ্গে ন্যায় বিচারের স্বার্থে আলোচনা করব।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২৩ ফেব্রুয়ারি ঢাকা এসেছেন কারিম এ এ খান কিউসি। প্রায় সপ্তাহব্যাপী বাংলাদেশ সফর করবেন। নেদারল্যান্ডসের হেগে যখন শুনানি শুরু হচ্ছে আবার তখন কারিম খানের সফর বিশেষ গুরুত্ব বহন করছে। বাংলাদেশ সফরে করিম এ এ খানের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও ভাসানচর যাওয়ার কথা রয়েছে। সেখানে কথা বলবেন নিপীড়িত মানুষের সঙ্গে। রোহিঙ্গা সংকটের পর এর আগেও তিনি বাংলাদেশ সফর করেছেন।
২০১৮ সালের সেপ্টেম্বরে আইসিসি রোহিঙ্গাদের মিয়ানমার থেকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এবং এর সঙ্গে সংশ্লিষ্ট মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করার আয়োজন শুরু করে। সে সময়ে নেদারল্যান্ডস এর দা হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রি ট্রায়াল চেম্বার কৌঁসুলিদের তদন্তের নির্দেশ দেন। এ সময়ে তিন সদস্য বিশিষ্ট প্রি ট্রায়াল চেম্বারের তিনজন বিচারকের মধ্যে দুজন একমত পোষণ করলেও একজন ভিন্নমত দেখিয়েছেন।
এরপর রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়ন অভিযানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কি-না, তা তদন্তের উদ্যোগ নেয় আইসিসি। তবে ২০১৯ সালের নভেম্বরে এক বিবৃতিতে আইসিসি এর এ উদ্যোগকে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। আর একে অবৈধ বলে উল্লেখ করে দেশটি।
মিয়ানমার বলেছে, মিয়ানমার এখনো আইসিসি সনদে সই করেনি। তাই দেশটি এই ট্রাইব্যুনালের সদস্যও নয় ৷ কিন্তু আইসিসি বলছে, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশ সংস্থাটির সদস্য হওয়ায় এই তদন্তের এখতিয়ার তাদের রয়েছে ৷ তবে মিয়ানমার তার নিজস্ব কমিটি দিয়েই প্রয়োজনে যে কোন নির্যাতনের তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করবে বলে সে সময়ে জানায়।
তবে ২০২১ সালের আগস্টে সেই সুর পাল্টিয়েছে মিয়ানমার। মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকার নামে পরিচিত ‘বিকল্প সরকার’দেশটিতে আন্তর্জাতিক অপরাধের বিচারের প্রশ্নে আইসিসি’র এখতিয়ার মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে। মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকারের (এনইউজি) ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়া লাশি লা এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রেজিস্ট্রারের কাছে এক আবেদনে জানিয়েছিলেন, রোম সনদ অনুযায়ী মিয়ানমারে ২০০২ সালের পয়লা জুলাই থেকে যে সব আন্তর্জাতিক অপরাধ হয়েছে সে বিষয়ে আদালতের এখতিয়ার মেনে নেবে।
নিপীড়িত রোহিঙ্গাদের কথা শুনতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি করিম এ এ খান কিউসি ঢাকায় এসেছেন। ঢাকায় এসেই তিনি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন।
আইসিসি এর এক টুইটে জানানো হয়েছে, বাংলাদেশে এসেই পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দের কথা জানান করিম এ এ খান। দীর্ঘ এক সপ্তাহের এ সফরে বাংলাদেশ ও মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে বাংলাদেশের কর্তৃপক্ষ, আক্রান্ত ও টিকে থাকা জনগোষ্ঠীর সঙ্গে ন্যায় বিচারের স্বার্থে আলোচনা করব।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২৩ ফেব্রুয়ারি ঢাকা এসেছেন কারিম এ এ খান কিউসি। প্রায় সপ্তাহব্যাপী বাংলাদেশ সফর করবেন। নেদারল্যান্ডসের হেগে যখন শুনানি শুরু হচ্ছে আবার তখন কারিম খানের সফর বিশেষ গুরুত্ব বহন করছে। বাংলাদেশ সফরে করিম এ এ খানের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও ভাসানচর যাওয়ার কথা রয়েছে। সেখানে কথা বলবেন নিপীড়িত মানুষের সঙ্গে। রোহিঙ্গা সংকটের পর এর আগেও তিনি বাংলাদেশ সফর করেছেন।
২০১৮ সালের সেপ্টেম্বরে আইসিসি রোহিঙ্গাদের মিয়ানমার থেকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এবং এর সঙ্গে সংশ্লিষ্ট মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করার আয়োজন শুরু করে। সে সময়ে নেদারল্যান্ডস এর দা হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রি ট্রায়াল চেম্বার কৌঁসুলিদের তদন্তের নির্দেশ দেন। এ সময়ে তিন সদস্য বিশিষ্ট প্রি ট্রায়াল চেম্বারের তিনজন বিচারকের মধ্যে দুজন একমত পোষণ করলেও একজন ভিন্নমত দেখিয়েছেন।
এরপর রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়ন অভিযানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কি-না, তা তদন্তের উদ্যোগ নেয় আইসিসি। তবে ২০১৯ সালের নভেম্বরে এক বিবৃতিতে আইসিসি এর এ উদ্যোগকে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। আর একে অবৈধ বলে উল্লেখ করে দেশটি।
মিয়ানমার বলেছে, মিয়ানমার এখনো আইসিসি সনদে সই করেনি। তাই দেশটি এই ট্রাইব্যুনালের সদস্যও নয় ৷ কিন্তু আইসিসি বলছে, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশ সংস্থাটির সদস্য হওয়ায় এই তদন্তের এখতিয়ার তাদের রয়েছে ৷ তবে মিয়ানমার তার নিজস্ব কমিটি দিয়েই প্রয়োজনে যে কোন নির্যাতনের তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করবে বলে সে সময়ে জানায়।
তবে ২০২১ সালের আগস্টে সেই সুর পাল্টিয়েছে মিয়ানমার। মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকার নামে পরিচিত ‘বিকল্প সরকার’দেশটিতে আন্তর্জাতিক অপরাধের বিচারের প্রশ্নে আইসিসি’র এখতিয়ার মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে। মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকারের (এনইউজি) ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়া লাশি লা এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রেজিস্ট্রারের কাছে এক আবেদনে জানিয়েছিলেন, রোম সনদ অনুযায়ী মিয়ানমারে ২০০২ সালের পয়লা জুলাই থেকে যে সব আন্তর্জাতিক অপরাধ হয়েছে সে বিষয়ে আদালতের এখতিয়ার মেনে নেবে।
বেনাপোল বন্দরে একটি ট্রাকে তল্লাশি করে আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি। এ সময় ট্রাকচালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে বন্দরের ভবেরবেড় এলাকায় পৌর ট্রাক টার্মিনালে এই অভিযান চালানো হয়। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিজিবি এ তথ্য জানায়।
১৭ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন জরিপে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ১০-এর মধ্যে মাত্র ২ দশমিক ৪৫ নম্বর নিয়ে ‘খারাপ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে সংবাদ সম্মেলনে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন’-এর ব্যানারে জরিপের এ
১৮ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোট গ্রহণ তিন দিন পিছিয়ে ১৫ অক্টোবর (বুধবার) নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
৪০ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে লুট হওয়া অর্ধকোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জামসহ একটি ট্রাক উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জে আদমজী র্যাব-১১-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন
১ ঘণ্টা আগে