কিশোরগঞ্জ প্রতিনিধি
রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল অশান্ত হয়ে উঠেছে। ক্যাম্পাসে রাজনীতি করার প্রতিবাদ করায় ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ করে আন্দোলনের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ। কিন্তু এখনো ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষার্থীদের একাংশ। তবে অধ্যক্ষের দাবি, শনিবার থেকে সকল শিক্ষার্থী ক্লাসে অংশ নেবেন।
অনুসন্ধানে জানা গেছে, বিগত শেখ হাসিনা সরকারের আমলে ২০১৩-১৪ সালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে সক্রিয় ছাত্ররাজনীতি চালু থাকার সময় একচ্ছত্র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে একাধিক সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে তখন ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে ২০২৪ সালের মার্চ মাসে নতুন করে কমিটি দেয় ছাত্রলীগ। সেই কমিটিতে নাহিদুল ইসলামকে সভাপতি ও অনুপ কুমার রায় তপুকে সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটির নেতৃত্বে রাজনীতি ও আধিপত্য বিস্তারের জন্য র্যাগিংয়ের নামে সাধারণ শিক্ষার্থীদের ওপর নিপীড়ন-নির্যাতনের একাধিক ঘটনা ঘটার অভিযোগ রয়েছে।
ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, এমন পরিস্থিতি জুলাই বিপ্লবের আগের দিন পর্যন্ত অব্যাহত থাকে। কিন্তু জুলাই বিপ্লবের পর আবারও নতুন করে সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাস রাজনীতিমুক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ।
এদিকে ১৯ জানুয়ারি রাতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মনসুর খলিল ছাত্রাবাসের একটি কক্ষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করে ছাত্রদলের সমর্থকেরা। এ ঘটনাকে কেন্দ্র করে ২০ জানুয়ারি রাত ১১টার দিকে ক্যাম্পাসে শিবির ও ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে উভয় পক্ষের অন্তত ৫-৭ জন আহত হয়। এর মধ্যে ছাত্রদল কর্মী এ আর রহমান আরাত গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এ ঘটনার পর সহিংসতার আশঙ্কায় ক্লাস বর্জন করতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা।
এ বিষয়ে ছাত্রদল নেতা রাফিউল ইসলাম সাকিব বলেন, ‘প্রকৃতপক্ষে ১৯ জানুয়ারি রাতে হোস্টেলের একটি কক্ষে আমরা ছাত্রদলের নেতা-কর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শিবিরের মুখোশধারী নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় দুষ্কৃতকারী আমাদের নেতা–কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ৪ নেতা-কর্মী আহত হয়। এর মধ্যে একজন গুরুতর আহত হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছে। অন্য তিনজন জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নেয়। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হলে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তবে, এ ঘটনার সত্যতাকে আড়াল করতে প্রতিপক্ষের লোকজন মানববন্ধন করে তাদের ওপর হামলা চালানোর মিথ্যা নাটক সাজায়।’
অপর দিকে, মানববন্ধন কর্মসূচি পালনকারীদের মধ্যে প্রথম বর্ষের শিক্ষার্থী শিবিরের পরিচয় বহনকারী নাজমুল বাশার নাঈমের বক্তব্য নিতে তাঁর মোবাইলে ফোন দিলে সাংবাদিক পরিচয় পেয়ে রং নম্বর বলে কেটে দেন। একই মানববন্ধনে অংশ নেওয়া প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিদ জিহানের মোবাইলে ফোন দিয়ে মানববন্ধন কর্মসূচি পালনের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কিছু জানি না, পরে কথা হবে।’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ ব্যাপারে জানতে চাইলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডা. মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নাক-কান–গলার সহযোগী অধ্যাপক ডা. খালিদ আসাদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’ তিনি আরও বলেন, শনিবার থেকে সব শিক্ষার্থী ক্লাসে অংশ নেবেন। আর সেভাবে ক্লাস রুটিনও ঘোষণা করা হয়েছে।
রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল অশান্ত হয়ে উঠেছে। ক্যাম্পাসে রাজনীতি করার প্রতিবাদ করায় ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ করে আন্দোলনের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ। কিন্তু এখনো ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষার্থীদের একাংশ। তবে অধ্যক্ষের দাবি, শনিবার থেকে সকল শিক্ষার্থী ক্লাসে অংশ নেবেন।
অনুসন্ধানে জানা গেছে, বিগত শেখ হাসিনা সরকারের আমলে ২০১৩-১৪ সালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে সক্রিয় ছাত্ররাজনীতি চালু থাকার সময় একচ্ছত্র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে একাধিক সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে তখন ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে ২০২৪ সালের মার্চ মাসে নতুন করে কমিটি দেয় ছাত্রলীগ। সেই কমিটিতে নাহিদুল ইসলামকে সভাপতি ও অনুপ কুমার রায় তপুকে সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটির নেতৃত্বে রাজনীতি ও আধিপত্য বিস্তারের জন্য র্যাগিংয়ের নামে সাধারণ শিক্ষার্থীদের ওপর নিপীড়ন-নির্যাতনের একাধিক ঘটনা ঘটার অভিযোগ রয়েছে।
ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, এমন পরিস্থিতি জুলাই বিপ্লবের আগের দিন পর্যন্ত অব্যাহত থাকে। কিন্তু জুলাই বিপ্লবের পর আবারও নতুন করে সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাস রাজনীতিমুক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ।
এদিকে ১৯ জানুয়ারি রাতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মনসুর খলিল ছাত্রাবাসের একটি কক্ষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করে ছাত্রদলের সমর্থকেরা। এ ঘটনাকে কেন্দ্র করে ২০ জানুয়ারি রাত ১১টার দিকে ক্যাম্পাসে শিবির ও ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে উভয় পক্ষের অন্তত ৫-৭ জন আহত হয়। এর মধ্যে ছাত্রদল কর্মী এ আর রহমান আরাত গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এ ঘটনার পর সহিংসতার আশঙ্কায় ক্লাস বর্জন করতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা।
এ বিষয়ে ছাত্রদল নেতা রাফিউল ইসলাম সাকিব বলেন, ‘প্রকৃতপক্ষে ১৯ জানুয়ারি রাতে হোস্টেলের একটি কক্ষে আমরা ছাত্রদলের নেতা-কর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শিবিরের মুখোশধারী নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় দুষ্কৃতকারী আমাদের নেতা–কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ৪ নেতা-কর্মী আহত হয়। এর মধ্যে একজন গুরুতর আহত হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছে। অন্য তিনজন জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নেয়। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হলে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তবে, এ ঘটনার সত্যতাকে আড়াল করতে প্রতিপক্ষের লোকজন মানববন্ধন করে তাদের ওপর হামলা চালানোর মিথ্যা নাটক সাজায়।’
অপর দিকে, মানববন্ধন কর্মসূচি পালনকারীদের মধ্যে প্রথম বর্ষের শিক্ষার্থী শিবিরের পরিচয় বহনকারী নাজমুল বাশার নাঈমের বক্তব্য নিতে তাঁর মোবাইলে ফোন দিলে সাংবাদিক পরিচয় পেয়ে রং নম্বর বলে কেটে দেন। একই মানববন্ধনে অংশ নেওয়া প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিদ জিহানের মোবাইলে ফোন দিয়ে মানববন্ধন কর্মসূচি পালনের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কিছু জানি না, পরে কথা হবে।’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ ব্যাপারে জানতে চাইলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডা. মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নাক-কান–গলার সহযোগী অধ্যাপক ডা. খালিদ আসাদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’ তিনি আরও বলেন, শনিবার থেকে সব শিক্ষার্থী ক্লাসে অংশ নেবেন। আর সেভাবে ক্লাস রুটিনও ঘোষণা করা হয়েছে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে