নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রবাসীদের ১৫ থেকে ২০ শতাংশ ছাড়ের প্রলোভন দেখিয়ে উড়োজাহাজের ভুয়া টিকিট বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিত একটি প্রতারক চক্র। চক্রের হোতা লিটনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রতারক চক্রের হোতা লিটন এবং তাঁর দুই সহযোগী মো. বেল্লাল হোসেন ও মো. রিয়াজ শেখ। গ্রেপ্তারদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি কম্পিউটার, চেক বইসহ ডেবিট কার্ড জব্দ করা হয়েছে।
পুলিশ বলছে, চক্রের হোতা লিটন ফেসবুকে সানফ্লাওয়ার ট্রাভেলস ইন্টারন্যাশনাল নামে একটি পেজ খুলে সাশ্রয়ী মূল্যে টিকিট বিক্রির নামে প্রতারণা করে আসছিলেন।
ডিবির প্রধান বলেন, চতুর্থ শ্রেণি পাস সাবেক পোশাকশ্রমিক লিটন মিয়া ২০১২ সালে কুয়েতে চালক হিসেবে কর্মরত ছিলেন। কয়েক বছর পর দেশে ফিরে ভিসা প্রসেসিং সংক্রান্ত কাজ শুরু করেন। লিটন ফেসবুকে সানফ্লাওয়ার ট্রাভেলস ইন্টারন্যাশনাল নামে একটি পেজ খুলে ১৫% ডিসকাউন্টে টিকিট বিক্রির কথা বলে পোস্ট দিতেন। সেগুলো দেখে বিদেশে কর্মরত শ্রমজীবী লোকজন আকৃষ্ট হয়ে ফেসবুকে দেওয়া ফোন নম্বরে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেন। তাঁদের মধ্য থেকে লিটন টার্গেট বাছাই করে ডিসকাউন্ট প্রাইজে টিকিট বিক্রির টোপ ফেলতেন। টিকিট ক্রেতাদের টাকা পাওয়ার পর ব্লক করে দিতেন।
ঘটনার বিবরণে ডিবি জানায়, গত ২৫ ফেব্রুয়ারি কুয়েতপ্রবাসী মজনু মিয়া তাঁর স্বজন হুমায়ুন কবিরকে জানান তিনি মে মাসে বাংলাদেশে ছুটিতে আসবেন। কুয়েত থেকে বাংলাদেশে আসা-যাওয়ার টিকিটের মূল্য বেশি হওয়ায় বাংলাদেশ থেকে টিকিট কিনতে বলেন। বাংলাদেশে হুমায়ুন কবিরের কোনো পরিচিত ট্রাভেলস না থাকায় অনলাইনে সান ফ্লাওয়ার ট্রাভেলস ইন্টারন্যাশনালের খোঁজ পান। যেখানে ১৫% ডিসকাউন্টে (কুয়েত-ঢাকা-কুয়েত) টিকিট বিক্রি করা হচ্ছে।
ফেসবুকে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করলে টিকিট দিতে পারবে বলে জানান। গত ২৬ ফেব্রুয়ারি হুয়ায়ুন কবির যাত্রাবাড়ী ধলপুর এলাকায় লিটন মিয়ার সঙ্গে দেখা করেন। দেখা করার পর নগদ পাঁচ হাজার টাকা ও পাসপোর্টের ফটোকপি দেন। বাকি ৪৭ হাজার টাকা লিটনের দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে পরিশোধ করেন। টাকা পাওয়ার পর মজনু মিয়ার হোয়াটসঅ্যাপে আল জাজিরা বিমানের টিকিটের কপি পাঠায়। পরবর্তীকালে যাচাই করে দেখা যায় টিকিটটি জাল। এরপর লিটনের সঙ্গে যোগাযোগ করতে চাইলে লিটন হোয়াটসঅ্যাপে মজনু মিয়াকে ব্লক করে দেন।
পুলিশ বলছে, লিটন প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার মাধ্যমে তাঁর মাসিক আয় প্রায় তিন লাখ টাকা বলে স্বীকার করেছেন।
প্রবাসীদের ১৫ থেকে ২০ শতাংশ ছাড়ের প্রলোভন দেখিয়ে উড়োজাহাজের ভুয়া টিকিট বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিত একটি প্রতারক চক্র। চক্রের হোতা লিটনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রতারক চক্রের হোতা লিটন এবং তাঁর দুই সহযোগী মো. বেল্লাল হোসেন ও মো. রিয়াজ শেখ। গ্রেপ্তারদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি কম্পিউটার, চেক বইসহ ডেবিট কার্ড জব্দ করা হয়েছে।
পুলিশ বলছে, চক্রের হোতা লিটন ফেসবুকে সানফ্লাওয়ার ট্রাভেলস ইন্টারন্যাশনাল নামে একটি পেজ খুলে সাশ্রয়ী মূল্যে টিকিট বিক্রির নামে প্রতারণা করে আসছিলেন।
ডিবির প্রধান বলেন, চতুর্থ শ্রেণি পাস সাবেক পোশাকশ্রমিক লিটন মিয়া ২০১২ সালে কুয়েতে চালক হিসেবে কর্মরত ছিলেন। কয়েক বছর পর দেশে ফিরে ভিসা প্রসেসিং সংক্রান্ত কাজ শুরু করেন। লিটন ফেসবুকে সানফ্লাওয়ার ট্রাভেলস ইন্টারন্যাশনাল নামে একটি পেজ খুলে ১৫% ডিসকাউন্টে টিকিট বিক্রির কথা বলে পোস্ট দিতেন। সেগুলো দেখে বিদেশে কর্মরত শ্রমজীবী লোকজন আকৃষ্ট হয়ে ফেসবুকে দেওয়া ফোন নম্বরে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেন। তাঁদের মধ্য থেকে লিটন টার্গেট বাছাই করে ডিসকাউন্ট প্রাইজে টিকিট বিক্রির টোপ ফেলতেন। টিকিট ক্রেতাদের টাকা পাওয়ার পর ব্লক করে দিতেন।
ঘটনার বিবরণে ডিবি জানায়, গত ২৫ ফেব্রুয়ারি কুয়েতপ্রবাসী মজনু মিয়া তাঁর স্বজন হুমায়ুন কবিরকে জানান তিনি মে মাসে বাংলাদেশে ছুটিতে আসবেন। কুয়েত থেকে বাংলাদেশে আসা-যাওয়ার টিকিটের মূল্য বেশি হওয়ায় বাংলাদেশ থেকে টিকিট কিনতে বলেন। বাংলাদেশে হুমায়ুন কবিরের কোনো পরিচিত ট্রাভেলস না থাকায় অনলাইনে সান ফ্লাওয়ার ট্রাভেলস ইন্টারন্যাশনালের খোঁজ পান। যেখানে ১৫% ডিসকাউন্টে (কুয়েত-ঢাকা-কুয়েত) টিকিট বিক্রি করা হচ্ছে।
ফেসবুকে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করলে টিকিট দিতে পারবে বলে জানান। গত ২৬ ফেব্রুয়ারি হুয়ায়ুন কবির যাত্রাবাড়ী ধলপুর এলাকায় লিটন মিয়ার সঙ্গে দেখা করেন। দেখা করার পর নগদ পাঁচ হাজার টাকা ও পাসপোর্টের ফটোকপি দেন। বাকি ৪৭ হাজার টাকা লিটনের দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে পরিশোধ করেন। টাকা পাওয়ার পর মজনু মিয়ার হোয়াটসঅ্যাপে আল জাজিরা বিমানের টিকিটের কপি পাঠায়। পরবর্তীকালে যাচাই করে দেখা যায় টিকিটটি জাল। এরপর লিটনের সঙ্গে যোগাযোগ করতে চাইলে লিটন হোয়াটসঅ্যাপে মজনু মিয়াকে ব্লক করে দেন।
পুলিশ বলছে, লিটন প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার মাধ্যমে তাঁর মাসিক আয় প্রায় তিন লাখ টাকা বলে স্বীকার করেছেন।
খুলনার দাকোপ উপজেলায় জমি দখল করতে অবৈধভাবে ফসলি জমিতে বালু ভরাট করা হয়েছে। তারপর সেই জমিতে বেসরকারি শিপইয়ার্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। আজ শনিবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জমির মালিক ক্ষতিগ্রস্ত ছয়জন এই অভিযোগ করেন।
৬ মিনিট আগেরাজবাড়ীর পাংশায় ইউনিয়ন যুবদল কর্মী রাশিদুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। পূর্বশত্রুতার জেরে আজ শনিবার সকালে উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেসাতক্ষীরায় অপরিপক্ব এক ট্রাক আম বাজারজাতের চেষ্টাকালে জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এই অভিযান চালানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ট্রাকে অপরিপক্ব আমের বিষয়টি শনাক্ত করেন। পরে তাঁরা আমবাহী একটি ট্রাক
১ ঘণ্টা আগেরাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী মো. আরিফ সিকদার হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ‘শুটার’ মাহফুজুর রহমান বিপুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার সন্ধ্যায় র্যাব-৩–এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য
১ ঘণ্টা আগে