উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর তুরাগে একটি মন্দিরে হামলা চালিয়ে দুটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে ১৮ নম্বর সেক্টরের ষোলহাটি সর্বজনীন দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তুরাগ থানায় মামলা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ষোলহাটি সর্বজনীন দুর্গামন্দিরের সভাপতির শান্তি বাবুর ছেলে পলাশ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ভোর পৌনে ৪টার দিকে একটি সাদা প্রাইভেট কারে কয়েকজন এসে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়।’
পলাশ সরকার বলেন, ‘দুর্গাপূজার পর দুর্গার প্রতিমা বিসর্জনের পর আমরা মন্দির খালি না রেখে সরস্বতী মূর্তি রাখি। কিছুদিন আগে সরস্বতী পূজা ছিল, যার কারণে ওই মূর্তিটা আমরা নতুন বানিয়ে এনেছিলাম। সেটিই হামলা করে ভাঙচুর করে উল্টা করে ফেলে রেখেছিল।’
পলাশ সরকার জানান, ঘটনার সময় মন্দিরের পাশের একটি গরুর খামারের পাহারাদার প্রথম হামলাটি দেখতে পান। তিনি বলেন, ‘হামলাকারীদের কাছে অস্ত্র থাকতে পারে ভেবে পাহারাদার একা বাধা দেননি, বরং লোকজন ডাকতে যান। পরে ফিরে এসে দেখতে পান হামলাকারীরা পালিয়ে গেছে।’
পলাশ আরও বলেন, ‘মন্দিরে হামলার খবর পেয়ে আমরা ৯৯৯-এ ফোন করি। তারপর পুলিশ আসে। সকালে থানার ওসি, এসি ও ডিসি স্যাররা এসেছেন। পরবর্তীতে তারা দেখে ও ছবি তুলে নিয়ে যান। সেই সাথে তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।’
তুরাগ থানার ওসি মোহাম্মদ রাহাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি সাদা প্রাইভেট কারে দুজন এসে হামলা চালায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।’
ওসি রাহাত বলেন, ‘এ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার নেই। আমরা হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছি।’
রাজধানীর তুরাগে একটি মন্দিরে হামলা চালিয়ে দুটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে ১৮ নম্বর সেক্টরের ষোলহাটি সর্বজনীন দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তুরাগ থানায় মামলা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ষোলহাটি সর্বজনীন দুর্গামন্দিরের সভাপতির শান্তি বাবুর ছেলে পলাশ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ভোর পৌনে ৪টার দিকে একটি সাদা প্রাইভেট কারে কয়েকজন এসে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়।’
পলাশ সরকার বলেন, ‘দুর্গাপূজার পর দুর্গার প্রতিমা বিসর্জনের পর আমরা মন্দির খালি না রেখে সরস্বতী মূর্তি রাখি। কিছুদিন আগে সরস্বতী পূজা ছিল, যার কারণে ওই মূর্তিটা আমরা নতুন বানিয়ে এনেছিলাম। সেটিই হামলা করে ভাঙচুর করে উল্টা করে ফেলে রেখেছিল।’
পলাশ সরকার জানান, ঘটনার সময় মন্দিরের পাশের একটি গরুর খামারের পাহারাদার প্রথম হামলাটি দেখতে পান। তিনি বলেন, ‘হামলাকারীদের কাছে অস্ত্র থাকতে পারে ভেবে পাহারাদার একা বাধা দেননি, বরং লোকজন ডাকতে যান। পরে ফিরে এসে দেখতে পান হামলাকারীরা পালিয়ে গেছে।’
পলাশ আরও বলেন, ‘মন্দিরে হামলার খবর পেয়ে আমরা ৯৯৯-এ ফোন করি। তারপর পুলিশ আসে। সকালে থানার ওসি, এসি ও ডিসি স্যাররা এসেছেন। পরবর্তীতে তারা দেখে ও ছবি তুলে নিয়ে যান। সেই সাথে তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।’
তুরাগ থানার ওসি মোহাম্মদ রাহাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি সাদা প্রাইভেট কারে দুজন এসে হামলা চালায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।’
ওসি রাহাত বলেন, ‘এ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার নেই। আমরা হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছি।’
শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যালয়ের টিফিনের সময় খাবার কিনতে গিয়ে অটোরিকশার চাপায় আতিকুর রহমান আতিক (৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার পর রাতে তার মৃত্যু হয়।
৮ মিনিট আগেযশোর শহরে এক নারীকে স্ত্রী দাবি করে টানাটানি ও হাতাহাতিতে জড়ানো সেই দুই পুরুষ জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরে তাঁরা যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এদিকে ওই নারীর ছেলে, ছেলের বউসহ স্বজনেরা দ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তিকে শায়েস্তা করতে কারাফটকে অবস্থান নিলে চরম
১৬ মিনিট আগেসাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী জলজ উদ্ভিদ বৈচিত্র্য মেলা। জলজ উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও স্থায়িত্বশীল ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালীতে এ মেলার আয়োজন করা হয়।
২০ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের আট ঘণ্টা পর মুশফিকা জান্নাত (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্লাপাড়া এলাকার ঢেপা নদী থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুশফিকার মরদেহটি উদ্ধার করা হয়।
২৪ মিনিট আগে